সবার চেয়ে দ্রুত ২ হাজারে গিল

0
14

স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপের মাঝেই দারুণ একটা রেকর্ড গড়েছেন শুভমান গিল। এই ভারতীয় তরুণ ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ২ হাজার রানের মালিক এখন। হাশিম আমলাকে পেছনে ফেলেছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ধর্মশালায় আজ এই রেকর্ড স্পর্শ করেন গিল।

আগে ব্যাট করে নিউজিল্যান্ডের করা ২৭৩ রানের জবাবে ৩১ বলে ২৬ রান করেন গিল। আউট হন কিউই পেসার লকি ফার্গুসনের বলে। কিন্তু তার আগেই পূর্ণ করেছেন ওয়ানডে ক্যারিয়ারে ২ হাজার রান। ৩৮ ইনিংসেই এই রান করেছেন তিনি। যা ওয়ানডেতে দ্রুততম ২ হাজার রানের রেকর্ড।

ওয়ানডেতে ২ হাজার রানের মাইলফলক থেকে ১৪ রান দূরে থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামেন গিল। সপ্তম ওভারে ট্রেন্ট বোল্টকে মারা ওই চারে স্রেফ ৩৮ ইনিংসে তিনি পূর্ণ করেন ক্যারিয়ারের ২ হাজার রান। এই তালিকায় আগে নাম ছিল আমলার। এবার সেই রেকর্ড নিজের করে নিলেন গিল।

২০১৯ সালে ওয়ানডে অভিষেক হওয়া গিল এখন পর্যন্ত ১০ ফিফটি ও ৬ সেঞ্চুরি করেছেন। ২ হাজার রানের ক্লাবে ঢুকা এই ওপেনারের মোট সংগ্রহ ২ হাজার ১২ রান। তিনি এই রান করেছেন ৬২.৮৭ গড়, ১০২.৬০ স্ট্রাইক রেটে। এদিকে এর আগে ভারতীয়দের মধ্যে দ্রুত ২ হাজার রানের রেকর্ড ছিল শিখর ধাওয়ানের। ৪৮ ইনিংস খেলেছিলেন তিনি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here