নিজস্ব প্রতিবেদকঃ বিশ্বকাপে টানা ছয় ম্যাচ হারার পর অবশেষে জয়ের মুখ দেখল বাংলাদেশ। সোমবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে তারা হারিয়েছে ৩ উইকেটে, ৫৩ বল হাতে রেখে। দারুণ জয়ে বলে-ব্যাটে অবদান রাখেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। জিতেছেন ম্যাচ সেরার পুরষ্কার।
২০১৯ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে ৮ ম্যাচে ৬০৬ রানের পাশাপাশি ১১ উইকেট নিয়েছিলেন সাকিব। ম্যাচ সেরা হয়েছিলেন তিনবার। তবে এবার যেন নিজের ছায়া হয়ে ছিলেন তিনি। অবশেষে ছন্দে ফিরলেন বাঁহাতি এই তারকা। হাত ঘুরিয়ে ৫৭ রানে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে খেলেন ৬৫ বলে ৮২ রানের চমৎকার ইনিংস। ১২ চার ও ২ ছক্কায় সাজানো সাকিবের ইনিংসটি।
লঙ্কানদের বিপক্ষে আজকের জয়ের ফলে পয়েন্ট টেবিলে বাংলাদেশ উঠে এসেছে সাত নম্বরে। সমান ৪ পয়েন্ট হলেও রান রেট বেড়ে নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কার উপরে উঠে গেছে টাইগাররা। সমান ম্যাচে সমান পয়েন্ট থাকলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় শ্রীলঙ্কার অবস্থান আটে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে দুদলকেই আটের মধ্যে থাকতে হবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post