স্পোর্টস ডেস্কঃ সব ধরনের ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন টিম পেইন। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক আনুষ্ঠানিকভাবে শুক্রবার অবসর নিয়েছেন। অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডে তাসমানিয়ার হয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলেছেন এই ৩৮ বছর বয়সী ক্রিকেটার।
শুক্রবার অস্ট্রেলিয়ার স্থানীয় সময় বিকালে হোবার্টে কুইন্সল্যান্ডের বিপক্ষে ম্যাচে ড্র শেষে টিম পেইনকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়। ২০০৫ সালে অভিষেকের পর থেকে তাসমানিয়ার হয়ে ৯৫ ম্যাচ খেলেছেন পেইন। উইকেটের পেছনে তাসমানিয়ার হয়ে রেকর্ড ২৯৬টি ডিসমিসাল নিয়ে ক্যারিয়ার শেষ করেছেন।
মূলত ঘরোয়া সব ক্রিকেট থেকে অবসর নিয়েছেন পেইন। আর এতে জাতীয় দলের হয়েও অবসর নিশ্চিত হয়ে গেল। অবশ্য জাতীয় দলে ফেরার সম্ভাবনা অনেক আগেই শেষ হয়ে যায়। বছর দুয়েক আগেই টেস্টে যখন অধিনায়কত্ব করছিলেন পেইন, তখনই অনেক আগের নারী সহকর্মীকে মোবাইলে অশালীন বার্তার কারণে পদত্যাগ করতে বাধ্য হন পেইন।
এরপর অনির্দিষ্টকালের জন্য বিরতি নেন ক্রিকেট থেকে। তবে আবারও ফিরেছেন। চালিয়ে গেছেন ঘরোয়া ক্রিকেট। এবার সেখান থেকেও বিদায় নিয়েছেন পেইন। ক্যারিয়ারে ইতি রেখা টেনে গেল তারকা উইকেটরক্ষক ব্যাটারের।
Discussion about this post