স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিকসহ সব ধরনের স্বীকৃত ক্রিকেট থেকে নাসির হোসেনকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ইন্ট্যারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আবুধাবি টি-টেন লিগে দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গের কারণে নাসিরকে এই শাস্তি দিয়েছে আইসিসি।
২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে টি-টেন লিগে বেশ কয়েকটি দুর্নীতি বিরোধী ধারা ভেঙেছিলেন নাসির। সন্দেহভাজন ব্যক্তি থেকে ৭৫০ ডলারের উপহার নিয়েছিলেন। আর সেই তথ্য জানাননি এবং পরবর্তীতে তদন্ত কর্তাকেও জানাতে ব্যর্থ হন।
এছাড়া তদন্তের দায়িত্বে থাকা ব্যক্তিকে দুর্নীতির কোন প্রস্তাব তিনি পেয়েছিলেন কিনা, সেটি কোনভাবে প্রভাবিত করা হয়েছিল কিনা তা নিয়ে পরিস্কার কোনো ধারণা দিতে পারেননি নাসির।
এর বাইরে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে তিনি দুর্নীতিতে যুক্ত ছিলেন, এই তদন্তের বিষয়ে দুর্নীতির তদন্তে থাকা কর্মকর্তাকে বিষয়টি জানাতে ব্যর্থ হয়েছেন এবং যুক্তি ছাড়াই তদন্তে সহযোগিতা করতে অস্বীকৃতি জানান।
আর এসব দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গ করায় দীর্ঘ তদন্ত চলে নাসিরের বিরুদ্ধে। তদন্ত চলাকালীন নাসির স্বীকৃত ক্রিকেটে খেলতে পারেননি। বিপিএলেও তাকে ড্রাফটে রাখা হয়নি। এবার এই অলরাউন্ডারকে আইসিসি আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করল অভিযোগ প্রমাণ হওয়ার পর।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post