নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সব পরিচালকদের পদত্যাগ চাইছে অনেকেই। মঙ্গলবার সকাল ১১টা থেকে বিসিবির সামনে অবস্থান নেন ক্রীড়া সংগঠক এবং ক্রীড়াপ্রেমীরা। ‘বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ’ সংগঠনের ব্যানারে প্রায় হাজারখানেক মানুষ প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছেন। ব্যানারে লেখা ছিল, ‘গত ১৫ বছরে আওয়ামী দুঃশাসনে পরিচালিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অযোগ্য, অদক্ষ ও দুর্নীতিবাজ সকল পরিচালকদের অপসারণ ও পদত্যাগের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন।’
মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামের দুই নম্বর গেটে অবস্থান নেন ‘বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ’ সংগঠনের ব্যানারে প্রায় হাজারখানেক মানুষ। এ সময় ছিলেন সাবেক ফুটবল দলের অধিনায়ক আমিনুল ইসলাম। ছিলেন ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম বাবু, তরিকুল ইসলাম টিটুরা। তাদের নিয়ে আসা ব্যানারে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ছাড়াও বিভিন্ন বোর্ড পরিচালকের পদত্যাগের দাবি তোলা হয়েছে। শুধু পাপন নন সেখানে পদত্যাগের দাবি উঠে ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুসের বিরুদ্ধেও। এ ছাড়া বয়সভিত্তিক দলের দায়িত্বে থাকা ওবায়েদ নিজামও আছেন এ তালিকায়। দাবি তোলা হয় বাকি পরিচালকদের পদত্যাগ নিয়েও।
এদিকে সকাল থেকেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের নিরাপত্তায় ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। যার কারণে স্টেডিয়ামের বাইরে মানববন্ধন করলেও বাংলাদেশ ক্রীড়া উন্নয়নের কর্মী-সমর্থকেরা ভেতরে ঢুকতে পারেননি। এই মুহূর্তে চিন্তার বিষয় টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে। কেননা আগামী অক্টোবরে বাংলাদেশের মাটিতে আয়োজনের কথা রয়েছে নারী বিশ্বকাপ। যদিও দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আইসিসি তাদের বিবৃতিতে জানিয়েছে তারা নজর রাখছে বিসিবির কর্মকাণ্ডে। আগামী অক্টোবরে ঢাকা ও সিলেটে আয়োজন হবে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইতোমধ্যে প্রস্তুত আছে ভেন্যু। তবে দেশের সরকারের পরিবর্তন ও বিসিবিতে চলমান অস্থিরতায় সরে যেতে পারে এই বিশ্বকাপ। আইসিসি বাংলাদেশের বিকল্প হিসেবে শ্রীলঙ্কা, ভারত ও আরব আমিরাতকে ভাবনায় রেখেছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০