নিজস্ব প্রতিবেদকঃ সেমিফাইনালে খেলার লক্ষ্য নিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ। যদিও ৭ ম্যাচে মাত্র ১ জয়ে সেই স্বপ্ন আগেই ফিকে হয়ে গেছে। এমন পারফরম্যান্সের পর বাংলাদেশের ব্যর্থতার দায় নিজের কাঁধেই নিচ্ছেন কোচ চান্ডিকা হাথুরুসিংহে। সাকিব-মুশফিকরা এখনও নিজেদের সেরাটা খেলতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে টাইগারদের কোচ হাথুরুসিংহে বলেন, ‘আমরা সমর্থক ও নিজেদেরকে হতাশ করেছি। দলের বাকিদের মতোই দায় নিচ্ছি। সেরা ক্রিকেটটা এখনও খেলতে পারিনি। প্রথম ম্যাচ থেকে এখন এসে কিছুই বদলে যায়নি, কেবল আমরা যা শুনছি সেটা বদলেছে। স্কিল কোথাও চলে যায়নি।’
বাংলাদেশের কোচ আরও বলেন, ‘আমাদের আয়নার সামনে দাঁড়াতে হবে এবং যেসমস্ত ভুল হয়েছে সেগুলো নিয়ে ভাবতে হবে।’ ব্যাটিংয়ে পজিশন বদল নিয়ে হাথুরু বলেন, ‘কোন ব্যাটসম্যান কত নম্বরে ব্যাট করতে নামল, সেটি কোনো বিষয় নয়। বরং কততম ওভারে নামছেন সেটি বিষয়। সেগুলো দেখা উচিত।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post