নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব দীর্ঘদিন থেকে পালন করছেন নাফিস ইকবাল। ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপেও ম্যানেজার হিসেবে টাইগারদের সাথে যাওয়ার কথা ছিল তার। তবে সেটি আর হচ্ছে না তামিম ইকবালের বড় ভাই নাফিসের।
নাফিসের জায়গায় বিশ্বকাপে বাংলাদেশ দলের টিম ম্যানেজারের দায়িত্ব পালন করবেন রাবিদ ইমাম। বিসিবি সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। রাবিদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজারের দায়িত্বে পালন করছেন। বিশ্বকাপে মিডিয়া ম্যানেজারের পাশাপাশি টিম ম্যানেজারের দায়িত্বও পালন করবেন তিনি।
কেন নাফিস সরলেন বিসিবির পর থেকে? বুধবার রাত ২টা ১৮ মিনিটে নিজের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে করা এক পোস্টে ড্রেসিংরুম ছেড়ে যাওয়ার সেই ঘটনার ব্যাখ্যা দেন তিনি। নাফিস লিখেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে চলার সময় জাতীয় দল ছাড়ার ব্যাপারটি আমি পরিস্কার করে জানাতে চাই। ২৬ সেপ্টেম্বর সকালে জানতে পেরেছি যে বিশ্বকাপে আমার যাওয়া হচ্ছে না। একই ঘটনা গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ও হয়েছে। আমিও মানুষ এবং অন্যদের মতো আমারও আবেগ রয়েছে।’
নাফিস আরও বলেন, ‘আমি বিসিবি থেকে পদত্যাগ করিনি অথবা আমার কাজ কোনোভাবেই ছোট ভাই তামিম ইকবালের সঙ্গে ঘটা ঘটনার সঙ্গে জড়িত না। মাঠ ছাড়ার ছয় থেকে সাত ঘণ্টা পর বিশ্বকাপ দল ঘোষণা করা হয়েছে। বোর্ডের আচরণবিধি, প্রটোকল সব ঠিকঠাক মেনে চলেছি। মাঠে আসার আগে প্রথমে আমার মতামত প্রধান কোচের সঙ্গে শেয়ার করেছি, তারপর বিসিবির সবাইকে জানিয়েছি। কোনো কাজই অর্ধেক করে ফেলে রেখে আমি যাইনি। সিরিজের শেষ ম্যাচে টিম শিটে স্বাক্ষর দেওয়া, নিউজিল্যান্ড সিরিজের সব কাগজপত্র ঠিক রাখা, বিশ্বকাপের জন্য যে দৈনন্দিন ভাতার ব্যাপার ছিল, সবই আমি বুঝিয়ে দিয়েছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post