সব মিলিয়ে আমরা মাদ্রিদের চেয়ে ভালো খেলেছি- জাভি

0
104

স্পোর্টস ডেস্কঃ সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে টানা তিন ম্যাচে রিয়াল মাদ্রিদকে হারাল বার্সেলোনা। সবশেষ তারা লা লিগার মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোতে ২-১ গোলে জিতেছে। এমন কিছু করে তারা দেখাতে সবশেষ পেরেছিল ২০১১-১২ মৌসুমে পেপ গার্দিওলার কোচিংয়ে!

রোববার রাতে ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত ম্যাচের শুরুর দিকেই আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে বার্সেলোনা। ম্যাচের ৯ মিনিটের সময় রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের নেওয়া শট বার্সার রাইট ব্যাক রোনাল্ড আরাউহোর গায়ে গেলে চলে যায় জালে।

পিছিয়ে পড়া বার্সেলোনা ম্যাচের ৪৫তম মিনিটে পায় সাফল্য। সার্জিও রবার্তোর গোলে ম্যাচে সমতা ফেরায় কাতালানরা। এরপর ম্যাচের একেবারে অন্তিম সময়ে আরেক গোল করে জয় ছিনিয়ে নেয় জাভি হার্নান্দেজের দল। ৯২তম মিনিটে ফ্রাঙ্ক কেসি গোল করে দলকে গুরুত্বপূর্ণ এক জয় এনে দেন।

ম্যাচ শেষে জাভি জানিয়েছেন, তার দল যেভাবে খেলেছে তাতে তিন পয়েন্ট তাদের প্রাপ্য ছিল। সাক্ষাৎকারে জাভি বলেন, ‘সব মিলিয়ে আমরা মাদ্রিদের চেয়ে ভালো দল ছিলাম। আমরা অনেক সুযোগ সৃষ্টি করেছি এবং ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে ছিল। আমরা বল পায়ে ঠিকভাবে খেলেছি এবং ম্যাচের অনেক অংশে আধিপত্য করেছি।’

এ জয়ে লা লিগায় ২৬ ম্যাচ শেষে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানেই আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল মাদ্রিদ। দুই দলের মধ্যকার পয়েন্টের যে বড় ব্যবধান, তাতে লা লিগার শিরোপার লড়াই কার্যত শেষ বলা চলে। রিয়ালের পক্ষে এখনও কাগজে-কলমে বার্সাকে পেছনে ফেলা সম্ভব। তবে তেমন কিছু ঘটলে সেটা হবে বিস্ময়কর!

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here