‘সমঝোতা’ বৈঠকে মন গলেনি রোনালদোর, ম্যানইউকে বললেন- তাকে ছেড়ে দিতে

0
20

স্পোর্টস ডেস্ক:: ম্যানচেস্টার ইউনাইটেড রোনালদোকে রাজি করাতে কম চেষ্টা করেনি। বৈঠকের পর বৈঠক হলো। অ্যালেক্স ফার্গুসনকে পর্যন্ত আনা হলো সিআর সেভেনকে বুঝাতে। কিন্তুু কোনো কিছুতেই কাজ হলো না। তিনি সাফ জানিয়ে দিয়েছেন শেষ বেলায় আর ইউরোপা লিগ নিয়ে থাকতে চান না তিনি। চ্যাম্পিয়ন্স লিগে খেলতে চান। তাই তার সঙ্গে চুক্তি বাতিলের অনুরোধ করেছেন ক্লাব কর্তাদের।

ক্লাব ছাড়তে নিজের সিদ্ধান্তে অনড় থাকা রোনালদোকে রাজি করাতে ম্যানইউ নির্বাহী আরনল্ডও, কোচ এরিক টেন হাগ ও রোনালদোর ঘনিষ্ট কোচ অ্যালেক্স ফার্গুসন দফায় দফায় বৈঠক করেন। সেই বৈঠকে ম্যানইউ রোনালদোকে জানিয়ে ছিলো, তাকে বিক্রি করা হবে না। তিনি ক্লাব ছাড়তে পারবেন না। কিন্তুু পর্তুগিজ এই তারকা জানিয়েছেন, তিনি আর থাকতে চান না ক্লাবে।

রোনালদোর ক্লাব কর্মকর্তাদেরকে অনুরোধ করেছেন, তার সঙ্গে চুক্তি বাতিল করে দিতে। চ্যাম্পিয়ন্স লিগ খেলার জন্য তিনি ম্যানইউ ছাড়তে চান। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, ভালো কোনো প্রস্তাব পেলে যেনো ক্লাব তাকে বিক্রি করে দেয়।

রোনালদোর এজেন্ট হোর্হে মেন্ডেস আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘সিআর সেভেনকে যেনো এই চুক্তি থেকে মুক্তি দেয়া হয়। ফলে আগামী মৌসুমে সে চ্যাম্পিয়ন্স লিগে খেলা কোনো একটি ক্লাব যোগ দিতে পারবেন।’ ক্লাবের সঙ্গে এই তারকার চুক্তির মেয়াদ আরো এক বছর রয়েছে। আগামি জুলাইয়ে শেষ হবে চুক্তি। প্রতি সপ্তাহে তিনি বেতন হিসেবে ৩ লাখ ৬০ হাজার ইউরো বেতন পান। কিন্তুু তিনি আর চুক্তি দীর্ঘায়িত করতে চান না।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here