স্পোর্টস ডেস্কঃ ২০০৯ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া করিম বেনজেমা স্প্যানিশ এই ক্লাবের হয়ে খেলেছেন ৬৫৪ ম্যাচে। গোল করেছেন ৩৫৪টি, রিয়ালের হয়ে এর চেয়ে বেশি গোল আছে শুধু ক্রিস্টিয়ানো রোনালদোর। রিয়ালের হয়ে বেনজেমা জিতেছেন ৫টি চ্যাম্পিয়নস লিগ, ৪টি লা লিগা ও ৩টি কোপা দেল রের শিরোপা।
রিয়ালের সফল ‘নাম্বার নাইন’ বেনজেমার নতুন ঠিকানা এখন সৌদি আরবের ক্লাব আল ইত্তেহাদ। ফ্রেঞ্চ এই তারকাকে সময়ের সেরা বললেন রিয়ালের ডিফেন্ডার এদের মিলিতাও। ব্রাজিলিয়ান এই ফুটবলারের মতে, বেনজেমার চলে যাওয়া পুরো রিয়াল শিবিরকে নাড়া দিয়েছিল। সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন মিলিতাও।
সংবাদমাধ্যমের সঙ্গে এক আলাপচারিতায় এই ব্রাজিলিয়ান বলেছেন, বেনজেমাকে হারিয়ে এখন নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন তারা। মিলিতাও বলেন, ‘সে চলে যাওয়ায় অবশ্যই আমরা হতাশ ছিলাম। আমার কাছে সে বিশ্বের সেরা নাম্বার নাইন। কিন্তু জীবন থেমে থাকে না, আমাদের এখন নিজেদেরকে আবার গুছিয়ে নিতে হবে।’
রিয়ালের জার্সিতে ক্লাব ফুটবলের সম্ভাব্য সব শিরোপাই জিতেছেন বেনজেমা। ২০২১-২২ মৌসুমে রিয়ালকে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ৩৫ বছর বয়সী এই ফুটবলার। জেতেন ক্যারিয়ারের প্রথম ব্যালন ডি’অর খেতাব। নতুন চ্যালেঞ্জ নিতে তিনি এবার সৌদি আরবের ফুটবলে। এদিকে গত জানুয়ারিতে বেনজেমার সাবেক রিয়াল সতীর্থ রোনালদোও নাম লিখিয়েছেন সৌদি প্রো-লিগে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post