স্পোর্টস ডেস্কঃ ২৪ ঘন্টাও হয়নি জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছিলেন সাকিব আল হাসান। এর মাঝেই গেল সোমবার মাগুরা থেকে ঢাকা চলে ফিরে অনুশীলনে যোগ দেন বিশ্বসেরা তারকা। মিরপুরের হোম অব ক্রিকেটে বিকেলের দিকে অনুশীলনে আসেন সাকিব। তার সেই অনুশীলনে হাজির কোচ নাজমুল আবেদীন ফাহিমও। এছাড়া বিসিবির দুই ফিজিও, ট্রেনার ও ডাক্তারও যোগ দেন সেই অনুশীলনে।
একদিন পর এবার মঙ্গলবার সাকিবকে দেখা গেছে রংপুর রাইডার্সের অনুশীলনে। সামনেই আসছে বিপিএলের আসর। ১৯ জানুয়ারি থেকে শুরু হবে টুর্নামেন্ট। এবারের আসরে রংপুর রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন সাকিব। সেই দল মঙ্গলবার থেকে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করেছে নিজেদের মাঠে। সাকিবও সেখানে যোগ দেন।
সেখানে গণমাধ্যমের সাথে কথা বলেন বিশ্বসেরা অলরাউন্ডার। জানান দীর্ঘ প্রায় আড়াই মাস ধরে তিনি খেলার বাইরে রয়েছেন। বিশ্বকাপে সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলেন। এরপর আঙ্গুলের চোট, নির্বাচনের ঝামেলায় ব্যস্ত হন। এবার সব শেষ করে বিপিএল দিয়ে মাঠে ফেরার জন্যই প্রস্তুতি শুরু এই বাঁহাতি তারকার। সময় নষ্ট করতে চান না।
সাকিব বলেন, ‘বিপিএল শুরু হচ্ছে, প্রস্তুতি লাগবে। প্রায় আড়াই মাস ধরে মাঠের বাইরে আমি। কোনো ফিটনেসের কাজ করি নাই, স্কিলের কাজ করতে পারি নাই। স্বাভাবিকভাবেই তৈরি হতে তো সময় লাগবেই। এ কারণেই সময় নষ্ট করতে চাইনি।’
আঙ্গুলের অবস্থা নিয়েও কথা বলেছেন এই তারকা। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘যেহেতু বোলিং ফিঙ্গারে ইনজুরি। আরও কিছুদিন সময় লাগবে। তবে দ্রুতই উন্নতি হচ্ছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post