স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপের আগে টানা ৩৬ ম্যাচ অপরাজিত ছিল আর্জেন্টিনা। কিন্তু নিজেদের প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে হেরে বসে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এতে করে শঙ্কায় পড়ে যায় তাদের শেষ ষোলো। তবে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া আলবেসেলিস্তেরা সময় মতোই ফিরেছে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোয় পা রেখেছে লিওনেল স্কালোনির দল।
দোহার স্টেডিয়াম ৯৭৪-এ ‘সি’ গ্রুপের শেষ রাউন্ডে আর্জেন্টিনাকে ম্যাক অ্যালিস্টার গোলে করে এগিয়ে দেওয়ার পর ব্যবধান বাড়ান জুলিয়ান আলভারেজ। পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় পা রাখা লিওনেল মেসিদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। কাতারের আহমেদ বিন আলী স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩ ডিসেম্বর (শনিবার) রাত ১টায়।
পোলিশদের বিপক্ষে আর্জেন্টিনার এমন জয় সমর্থকদের উদযাপন করতে বললেন দলটির কোচ লিওনেল স্কালোনি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমাদের সমর্থকদের অবশ্যই এই জয় উদযাপন করা উচিত। আমরাও খুব খুশি, তবে উত্তেজনায় ভেসে যেতে চাই না।’
পুরো ম্যাচে আধিপত্য ধরে রেখে খেলেছে আর্জেন্টিনা। যে কারণে খুশি স্কালোনি, ‘আমরা ওদেরকে পাল্টা আক্রমণ করতে দেইনি। এটা আমাদের কৃতিত্ব। আমার মনে হয়, আমরা ম্যাচটি খুব ভালোভাবে পড়তে পেরেছি। আমার ছেলেরা দারুণ কাজ করেছে। অসাধারণ খেলেছে ওরা এবং আমি খুবই খুশি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০