স্পোর্টস ডেস্কঃ পিছিয়ে পড়েও ম্যানচেস্টার ডার্বি জিতলো ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার রাতে ম্যানচেস্টার সিটিকে তারা হারিয়েছে ২-১ গোলে। চার মিনিটের ব্যবধানে দুই গোল করে টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে এরিক টেন হাগের শিষ্যরা। ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে সিটি। শীর্ষে আছে আর্সেনাল।
ম্যানচেস্টার ডার্বিতে দারুণ জয়ের পর ইউনাইটেড কোচ বলছেন, মাটিতেই পা রেখে নিজেদের কাজ করে যেতে হবে তাদের। টেন হাগ বলেন, ‘সমর্থকরা স্বপ্ন দেখতে পারে, আমরা নই। আমাদের পা মাটিতেই রাখতে হবে এবং এটা মাথায় রাখতে হবে যে, খেলায় আরও অনেক উন্নতির জায়গা আছে। যেমন, দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ আমরা এত বেশি হারিয়ে ফেলতে পারি না এবং এরপর এভাবে গোল হজম করতে পারি না।’
১৮ ম্যাচে ১২ জয় ও দুই ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে তিনে আছে ইউনাইটেড। সমান ম্যাচে তৃতীয় হারের স্বাদ পাওয়া সিটি ১ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে আছে। ১৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।
Discussion about this post