স্পোর্টস ডেস্কঃ ফুটবল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি লড়াইয়ে নেমে সুইজারল্যান্ড ও ক্যামেরুন। গ্রুপ ‘জি’র ম্যাচটির প্রথমার্ধ শেষ হয়ে শুরু হয়েছে দ্বিতীয়ার্ধ। প্রথমার্ধে কেউই গোল দিতে পারেনি। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। কেউ কাউকে ছাড় দেয়নি না। গোলশূন্য অবস্থাতেই বিরতিতে গেছে দুই দল।
তবে বিরতি থেকে ফিরেই ম্যাচে এগিয়ে গেছে সুইজারল্যান্ড। আল জানুব স্টেডিয়ামে সুইসদের হয়ে লিড এনে দেন ব্রিল এম্বোলো। ৪৮তম মিনিটে গোলটি করেন তিনি। এই গোলের পেছনে অবদান আছে তারকা ফুটবলার শাকিরির।
ম্যাচের প্রথমার্ধে দুই দলই সমানে সমান লড়ে। ৫১ শতাংশ বল দখলে রাখতে পারে সুইজারল্যান্ড। অপরদিকে ক্যামেরুন ৪৯ শতাংশ বল দখলে রাখে। এর মধ্যে ৩টি শট নিলেও, একটিও গোলবারে রাখতে পারেনি সুইসরা। অপরদিকে ৪টি শট নিয়ে ২টি গোলবারে রাখতে পারে ক্যামেরুন।
তবে বিরতিতে থেকে এসে পাল্টে যায় ম্যাচের চিত্র। শুরুতেই গোল করে ম্যাচে এগিয়ে যায় সুইস শিবির। শাকিরির ডান প্রান্ত থেকে বল ছেড়ে দেন ডি-বক্সের ভেতর। আর সেখানে অনেকটা সহজেই বল জালে জড়ান এম্বোলো। এই নিয়ে সুইজারল্যান্ডের শেষ তিন ম্যাচেই গোলের দেখা পেলেন এই নাম্বার সেভেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা