সমালোচকের জন্য শানাকার দুর্দান্ত জবাব- জয়াবর্ধনে

0
12

স্পোর্টস ডেস্কঃ  অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি জয়ে রাঙাল শ্রীলঙ্কা। যদিও লঙ্কানদের আগের দুই ম্যাচ হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছিল অজিরা। তবে শনিবার শেষ ম্যাচে দাসুন শানাকার অতিমানবীয় ব্যাটিংয়ে ৪ উইকেটের জয় পায় শ্রীলঙ্কা।

যদিও সিরিজ হারের ফলে শানাকাকে সম্মুখিন হতে হয় প্রবল সমালোচনার। প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হেরে যায় দল। অধিনায়ক পাননি রান। প্রথম ম্যাচে রানের খাতাই খুলতে পারেন নি তিনি। দ্বিতীয় ম্যাচে করেছিলেন ১৪ রান। শেষ ম্যাচে সেই শানাকার বিধ্বংসী ইনিংস দেখে তার হয়ে টুইটারে জবাব দিয়ে দেন সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে।

পাল্লেকেলেতে ১৭৭ রান তাড়ায় একসময় বড় পরাজয়ের মুখে ছিল লঙ্কানরা। তবে শেষ পর্যন্ত এক বল বাকি থাকতেই অসাধারণ জয় পায় স্বাগতিকরা। শানাকা অপরাজিত থাকেন ২৫ বলে ৫৪ রানে। শেষ তিন ওভারে ১৩ বল খেলে লঙ্কান অধিনায়ক করেন ৪৮ রান!

জয়াবর্ধনে বলেন, ‘সব সমালোচকের জন্য শানাকার দুর্দান্ত জবাব… দারুণ খেলেছো ছেলেরা, অসাধারণ জয়। বিশ্বাস রাখো নিজেদের প্রক্রিয়া আর স্কিলে।’

টি-টোয়েন্টি সিরিজ শেষে ওয়ানডে সিরিজ খেলবে দু’দল। ৫ ম্যাচের সিরিজ হবে ক্যান্ডি ও কলম্বোয়।

শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মধ্যকার ওয়ানডে সিরিজের সূচি

১৪ জুন- প্রথম ওয়ানডে (ক্যান্ডি)
১৬ জুন- দ্বিতীয় ওয়ানডে (ক্যান্ডি)
১৯ জুন- তৃতীয় ওয়ানডে (কলম্বো)
২১ জুন- চতুর্থ ওয়ানডে (কলম্বো)
২৪ জুন- পঞ্চম ওয়ানডে (কলম্বো)

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here