স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগের ম্যাচে গত রাতে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-৩ গোলে হারিয়েছে চেলসি। ইউনাইটেডের বিপক্ষে শেষ সময়ে দুই গোল করে রুদ্ধশ্বাস জয়ের পর সমালোচনার কড়া জবাব দিলেন চেলসি কোচ মাউরিসিও পচেত্তিনো।
ম্যাচ শেষে পচেত্তিনো বলেন, ‘ম্যাচ শেষে অবশ্যই প্যাশন দেখানো যায়, যেমনটি আমি দেখিয়েছি। তবে এটা তো সার্কাস নয় যে টাচলাইনে একজন ভাঁড়ের প্রয়োজন হবে। ইউরোপের সবচেয়ে তরুণ দলগুলির একটি আমরা। কোচিং স্টাফ হিসেবে আমাদের তাই স্থির থাকা জরুরি। আমি কোনো ভাঁড় নই, আমি একজন কোচ। কেউ যদি ভাঁড় দেখতে চায়, গিয়ে কোনো ভাঁড় খুঁজে বের করতে পারে।’
স্টামফোর্ড ব্রিজে এদিন দুই গোলে পিছিয়ে পড়ার পরও লিড নিয়েছিল ইউনাইটেড। নির্ধারিত সময় পর্যন্ত ব্যবধান ধরে রেখে জয় প্রায় নিশ্চিত করে ফেলেছিল এরিক টেন হাগের শিষ্যরা। তবে যোগ করা সময়ে এলোমেলো হয়েছে সব। কোল পালমারের দুর্দান্ত হ্যাটট্রিকে জয় নিয়ে মাঠ ছেড়েছে চেলসি। ম্যাচের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হতাশা আর ক্ষোভ লুকালেন না ইউনাইটেড কোচ। আঙুল তুললেন তিনি ফুটবলারদের দিকেই।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post