নিজস্ব প্রতিবেদকঃ অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারলো না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার জরুরী বোর্ড মিটিংয়ের পরও আসলো না কাঙ্খিত সেই ঘোষণা। পিছিয়ে গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা।
আসন্ন এশিয়া কাপ, ওয়ানডে বিশ্বকাপ বা স্থায়ীভাবে ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক কে হবেন, সেটি নির্ধারণ করতে আরও দুই থেকে তিন দিনের সময় নিচ্ছে বিসিবি। আগামী ১২ আগস্টের মধ্যেই নতুন ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা হবে। জরুরী সভা শেষে সংবাদ সম্মেলনে সেটি জানিয়েছেন বিসিবি অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
বিসিবি অধিনায়কের সম্ভাব্য তালিকা তৈরি করেছে। আর সেই সব সম্ভাব্য অধিনায়কদের সাথে আজ থেকে কথা বলা শুরু করবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। পরিচালনা পর্ষদের জরুরী সভায় নাজমুল হাসান পাপনকেই ওয়ানডে অধিনায়কদের সাথে কথা বলার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।
সম্ভাব্য সেই অধিনায়কদের নামও বলেছেন জালাল ইউনুস। তারা হলেন সাকিব আল হাসান, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। এদের সাথেই কথা বলবেন পাপন।
এই প্রসঙ্গে গণমাধ্যমকে জালাল ইউনুস বলেন, ‘আপনারা জানেন যে, সম্ভাব্য তালিকায় সাকিব আছে, লিটন আছে, মিরাজ আছে। এই নামগুলোই উঠে এসেছে। আপনারাও নামগুলো জানেন এদের সঙ্গেই মূলত আলোচনা করা হবে।’
গেল ৩ আগস্ট, বৃহস্পতিবার ওয়ানডে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন তামিম ইকবাল। এরপরই নতুন অধিনায়ক খুঁজার মিশনে নামে বিসিবি। সেই খুঁজের জন্য এখনও প্রক্রিয়া চলমান। তবে সাকিব আল হাসানের দিকেই বোর্ড বেশি ঝুঁকছে, সেটা এক প্রকার ওপেন সিক্রেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা