স্পোর্টস ডেস্ক:: ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল খেলা ফুটবলারদের সংবর্ধনা ও বোনাস দেওয়ার অনুষ্ঠানে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের সমালোচনা করেছেন।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সংস্কার কাজের দীর্ঘ সময় লাগায় সমালোচনা করেন তিনি। এরপরই সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের তোপের মুখে পড়লেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। বাফুফের শীর্ষ কর্তার জ্ঞান-বুদ্ধি নিয়েও প্রশ্ন তুলেছেন প্রতিমন্ত্রী।
রোববার ফুটবলারদের বোনাস দেওয়ার অনুষ্ঠানে সালাউদ্দিন দ্রুত বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কার না করায় সরকারের সমালোচনা করেন। জানান, মাঠ নেই তারা কি জঙ্গলে খেলবেন। এরপরই প্রতিমন্ত্রী জানান, ঢাকার বাইরে আরো কয়েকটি আন্তর্জাতিক মাঠ আছে। সেগুলোতে বাফুফে কেন ম্যাচ দেয় না?
একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বাফুফে সভাপতি সালাউদ্দিনের জ্ঞান-বুদ্ধি নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘ মাঠ তো প্রস্তুতই আছে। অন্য আনুষঙ্গিক কাজ বাকি আছে। তিন থেকে চার বছর লাগল কোথায়? আমাদের লাগল দুই বছর। কাজ শুরু হয়েছে দুই বছর হলো। তার জ্ঞান-বুদ্ধি আছে নাকি। আমাদের আর্থিক সমস্যা আছে। আমরা টাকা-পয়সা ছাড় পাই না। না পাইলে টাকা কে দেবে। ১৫০ কোটি টাকার কাজ ইচ্ছা করলেই তো এত অল্প সময়ে করা যায় না। তারপর অর্ধেক কাজ করার পর আবার নতুন করে ডিপিডি সংশোধন করতে হইছে। নতুন করে একনেকে পাঠানো হয়েছে। একনেক থেকে ছাড় করবে, তারপরই কাজ। আর জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, যার কারণে নতুন করে আবার সব সংশোধন করতে হইছে।’
ঢাকার বাইরে সিলেট, চট্টগ্রাম, রাজশাহী ও নীলফামারিতে বাফুফে কেন ম্যাচ দেয় না ক্ষোভ ঝেড়ে প্রতিমন্ত্রী ওই গণমাধ্যমকে আরো বলেন, ‘সারাদেশে এত স্টেডিয়াম বানাইছি, এগুলো কার জন্য বানাইছি? সারাদিন ঢাকা শহর থাকার জন্য এটা বলেছেন সালাউদ্দিন সাহেব। কুমিল্লা খেলতে গেলেও তো তার হেলিকপ্টার লাগে। সভাপতি হিসেবে সব জায়গায় যেতে হবে, সেটা তো কথা নয়। তিনি যেখানে প্লেনে যাওয়া যায়, সেখানে যাক। পাপন ভাই (বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন) সিলেটে খেলাচ্ছেন, চট্টগ্রাম খেলাচ্ছেন; এ রকম নিতে পারে না। চট্টগ্রাম, সিলেটে, রাজশাহী ও নীলফামারী– এগুলো সবই আন্তর্জাতিক মানের মাঠ। এগুলোতে খেলে না কেন, খালি ঢাকা শহরের চিন্তা করেন কেন?
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post