স্পোর্টস ডেস্ক:: ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের টিক আগ মূহুর্তে চট্টগ্রাম বন্দর দিয়ে বিদেশ থেকে বিলাস বহুল গাড়ী আমদানি করেছেন সাকিব আল হাসান। ৯ কোটি টাকার মূল্যের গাড়ী এনেছেন তিনি। তবে জাতীয় সংসদের সদস্য হওয়ার কারণে এই বিপুল পরিমাণ অর্থ খরচ করতে হয়নি তার।
১ কোটি টাকা দামের বিলাস বহুর গাড়ী সাকিব আমদানি করেছেন। শুল্ককর সহ যার দাম পড়ে প্রায় ৯ কোটি টাকা। তবে সংসদ সদস্য হওয়ার কারণে শুল্কমুক্ত সুবিধার আওতায় গাড়ীটি এনেছেন সাকিব।তবে তিনি শুধু একাই নন, বিলুপ্ত হওয়া জাতীয় সংসদের অনেক সদস্যই এমন গাড়ী আমদানি করেছেন।
সরকার পতনের টিক আগ মূহুর্তে চট্টগ্রাম বন্দর থেকে সাকিবসহ আরো কয়েকজন সংসদ সদস্য গাড়ীগুলো ছাড়িয়ে আনেন। আর সরকারের পতন হয়ে যাওয়ায় এখনো অর্ধশত বিলাস বহুল গাড়ী আটকা পড়েছে বন্দরে। সংসদ ভেঙে যাওয়ায় কোটি টাকা মূল্যের গাড়ীগুলো আর বিনা শুল্ককে ছাড়ানোর সুযোগ নেই। ফলে ৮ কোটি টাকা করে শুল্ক কর দিয়েই গাড়ী গুলো এখন ছাড়াতে হবে। ৪ হাজার সিসির গাড়ীতে শুল্ক কর ৮২৬ শতাংশ। কোটি টাকা দামের গাড়ী তাই ৯ কোটিতে গিয়ে ঠেকছে।
সংসদ ভেঙে যাওয়ায় সাবে সংসদ সদস্যরা গাড়ীগুলো আর বিনা শুল্কে ছাড়াতে পারবেন না। তাছাড়া সংসদ সদস্যরাও এখন পলাতক। সাকিব ভাগ্যবান। সরকার পতনের আগেই নিজের বিলাস বহুল গাড়ীটি তিনি ছাড়িয়ে আনেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০