স্পোর্টস ডেস্ক:: হোম অব ফুটবল খ্যাত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করেছে সরকার। ক্রীড়াঙ্গনের সরকারি অভিভাবক সংস্থা জাতীয় ক্রীড়া পরিষদ স্টেডিয়ামের নাম পরিবর্তনের নির্দেশনা জারি করেছে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এখন থেকে ‘জাতীয় স্টেডিয়াম, ঢাকা’ হিসেবে পরিচিতি পাবে। আজ শনিবার জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোহাম্মদ আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
ক্ষমতাচ্যুত আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার আগে ‘ঢাকা স্টেডিয়াম’ নামে পরিচিত ছিল বঙ্গবন্ধু স্টেডিয়াম। ১৯৯৮ সালে আওয়ামী লীগ সরকারের আমলে এর নাম পরিবর্তন করা হয়। হোম অব ফুটবল খ্যাত এই স্টেডিয়ামটি ১৯৫৪ সালে নির্মিত হয়।
ঢাকার প্রাণকেন্দ্র পল্টন এলাকায় অবস্থিত স্টেডিয়ামটিতে আগে সব ধরণের খেলাধুলা হত। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের প্রধান কেন্দ্র ছিলো এটি। বর্তমানে স্টেডিয়ামটিকে ফুটবল এবং অ্যাথলেটিকসের মাঠ হিসেবে ব্যবহৃত হচ্ছে। ৩৬ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামটি নতুন করে সাজানো হচ্ছে।
জাতীয় স্টেডিয়ামটিতে বাংলাদেশ প্রথম টেস্ট খেলেছিলো। ২০০০ সালে এই স্টেডিয়ামেই অভিষেক টেস্ট খেলেছে বাংলাদেশ দল। এরপর পল্টনের এই স্টেডিয়াম থেকে মিরপুরে আসে ক্রিকেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০