সরিয়ে নেওয়া হচ্ছে কভার, সন্ধ্যা ৭টায় মাঠ পরিদর্শন করবেন আম্পায়াররা

0
23

স্পোর্টস ডেস্কঃ বেরসিক বৃষ্টিতে বন্ধ হয়ে গিয়েছিল বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ। তবে ভারতের গোহাটিতে অবস্থিত আসাম ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়াম থেকে এসেছে সুখবর। থেমেছে সেই বৃষ্টি, সরিয়ে নেওয়া হচ্ছে কভার।

একইসাথে জানা গেছে, মাঠ পরিদর্শনের সময়ও। ম্যাচ অফিসিয়ালরা মাঠ পরিদর্শনের সময় জানিয়ে দিয়েছেন। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় আবারও মাঠ পরিদর্শন করা হবে। এরপর জানা যাবে, খেলা কখন শুরু হবে বা আদৌও শুরু হবে কি না।

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশ দলের সবশেষ সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৫৩ রান ৩০ ওভারে। দারুণ এক ফিফটি হাঁকিয়ে মেহেদী হাসান মিরাজ  অপরাজিত ৬০ রান করে। এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচেও তিনে নেমে অসাধারণ ফিফটি হাঁকিয়েছেন এই ডানহাতি। তাকে সঙ্গ দিতে এখন উইকেটে আছেন তাওহীদ হৃদয়। তিনি অপরাজিত ৫ রানে।

টস জিতে ইনিংসের শুরুতে ব্যাট করতে নেমে ফিরে যান লিটন দাস। রিচ টপলির লেগ সাইডের বল গ্লাভসে লেগে বাটলার তালুবন্দি করলে ৫ রান করেই ড্রেসিং রুমে ফিরতে হয় তাকে। যদিও তিনি আউট কিনা প্রশ্নে জেগেছে। কারণ, যে গ্লাভসে বল লেগেছে, সেটি ব্যাটের নিয়ন্ত্রণে ছিল না। নিয়মমতে তিনি আউট হন। তবে অনেকটা না জেনেই মাঠ ছেড়ে যান লিটন। রিভিও না থাকায়, সেটি পুনরায় দেখার সুযোগও ছিল না।

১৮ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর উইকেটে এসে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বেশি সময় টিকতে পারেননি। তিনিও টপলির শিকার হয়ে দলীয় ২৬ আর ব্যক্তিতগত ২ রানে প্যাভিলিয়নের পথ ধরেন। এরপর ৫২ রানের একটি জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন তানজিদ তামিম ও মিরাজ।

দুজনের সেই জুটি ভাঙে তামিমের বিদায়ে। অল্পের জন্য ফিফটি মিস করেন তিনি। এই বাঁহাতি ৪৪ বলে ৭ বাউন্ডারি ও ১ ছক্কায় ৪৫ রান করেন। তবে আত্মবিশ্বাসে টইটম্বুর ছিল তামিমের ইনিংসটি। আগের ম্যাচের মতো ধরে রেখেছেন দারুণ ফর্ম। ইংলিশদের শক্তিশালি পেস লাইনআপের সামনে ভড়কে যাননি। দারুণ ব্যাট চালিয়ে জবাব দিয়েছেন।

তামিমের বিদায়ের উইকেট আসেন মুশফিক। তবে তিনি দলীয় ১০৪ রানের মাথায় আউট হন। আদিল রশিদের নিচু সারির একটি বলে বোল্ড আউট হয়ে মাত্র ১৫ বলে ৮ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন অভিজ্ঞ তারকা মুশফিকুর রহিম। এরপর ১৩৮ রানের মাথায় বিদায় নেন মাহমুদউল্লাহ রিয়াদ।

প্রস্তুতি ম্যাচে প্রথমবার ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ২১ বলে ১টি করে চার ও ছয়ের মারে ১৮ রান করে আউট হয়েছেন তিনি। আদিল রশিদের লো ফুলটস বলে উড়িয়ে মারতে গিয়ে ডিপ মিড উইকেটে লিয়াম লিভিংস্টোনের ক্যাচে পরিণত হন।

এই দুই তারকার বিদায়ে চরম বিপদে পড়ে টাইগাররা। এদিন হৃদয়কে ব্যাট করতে নামানোর পরিকল্পনা ছিল না দলের। তবে বিপদে পড়ে নামানো হয়েছে তাকে। এখন তিনিই মিরাজের সাথে দলের ইনিংসের হাল ধরেছেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here