স্পোর্টস ডেস্কঃ আবারও পাকিস্তানের প্রধান নির্বাচকের দায়িত্বে ফিরলেন হারুন রশিদ। সাবেক এই ক্রিকেটারকে পাকিস্তানের প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শহিদ আফ্রিদির স্থলাভিষিক্ত হবেন তিনি। সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি।
৬৯ বছর বয়সী হারুন ২০১৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধান নির্বাচক ছিলেন। এছাড়াও পিসিবির ডিরেক্টর অব ক্রিকেট অপারেশন্স ও পাকিস্তান টিম ম্যানেজারের দায়িত্বে ছিলেন তিনি। গত বছর ২২ ডিসেম্বর ১৪ জনের ক্রিকেট ম্যানেজমেন্ট কমিটিতে নিযুক্ত হন। এবার সেই পদ থেকে সরে দাঁড়াতে হচ্ছে তাকে।
১৯৭৭ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত পাকিস্তানের জার্সিতে ২৩ টেস্ট ও ১২ ওয়ানডে খেলেন হারুন। পিসিবি প্রধানের দায়িত্ব পেয়ে মোহাম্মদ ওয়াসিমের পুরনো নির্বাচক কমিটি ভেঙে দেন নাজাম শেঠি। পরে গত ২৪ ডিসেম্বর আফ্রিদিকে প্রধান করে নিউজিল্যান্ড সিরিজের জন্য তিন সদস্যের অন্তর্বর্তীকালীন নির্বাচক কমিটি দেওয়া হয়।
আফ্রিদিকে অবশ্য দীর্ঘ মেয়াদের জন্য চেয়েছিলেন শেঠি। নিজের ফাউন্ডেশন ও চ্যারিটি কর্মকাণ্ডের কারণে রাজি হননি পাকিস্তানের সাবেক অধিনায়ক।
Discussion about this post