স্পোর্টস ডেস্কঃ চলতি বিশ্বকাপে ছক্কার রেকর্ড গড়ল দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে এক আসরে সর্বোচ্চ ছক্কা এখন প্রোটিয়াদের। নিউজিল্যান্ডের বিপক্ষে বুধবার এই রেকর্ড স্পর্শ করে তারা। এখন পর্যন্ত খেলা সাত ম্যাচে দক্ষিণ আফ্রিকা মেরেছে মোট ৮২টি ছক্কা।
বিশ্বকাপের এক আসরে কোনো দলের এটিই (৮২) সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড। ঘরের মাঠের গত আসরে ১১ ম্যাচে ৭৬টি ছক্কা মেরেছিল ইংল্যান্ড। এবার চার ম্যাচ কম খেলেই সেটি টপকে গেল প্রোটিয়ারা। আজ ইনিংসের ৪৬তম ওভারের দ্বিতীয় বলে গড়া হয়ে যায় রেকর্ড।
নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপসের অফ স্পিনে লং-অফ দিয়ে ছক্কা মারেন মিলার। সেটা ছিল এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার ৭৭তম ছক্কা। এদিন মোট ১৫টি ছয় হাঁকান দলটির ব্যাটাররা। বিশ্বমঞ্চে চতুর্থ সেঞ্চুরির স্বাদ নেওয়া ডি কক ১১৬ বলে ১১৪ রানের ইনিংসে মারেন তিনটি ছক্কা।
সর্বোচ্চ পাঁচটি ছক্কা আসে ১১৮ বলে ১৩৩ রান করা ফন ডার ডুসেনের ব্যাট থেকে। মিলার ৩০ বলে ৫৩ রানের ইনিংস সাজান চারটি ছক্কায়। একটি করে ছয় মারেন অধিনায়ক টেম্বা বাভুমা, হেইনরিখ ক্লাসেন ও এইডেন মার্করাম। তাতে বিশ্বকাপে দলীয় ছক্কা ৮২-তে দাঁড়াল দক্ষিণ আফ্রিকার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post