স্পোর্টস ডেস্ক:: ইউরোপ ফুটবলের তারাকারা পাড়ি জমাচ্ছেন সৌদীর ফুটবলে। এবার সর্বোচ্চ পারিশ্রমিকের ‘রেকর্ড’ গড়ে লিভারপুলের মিসরীয় তারকা মোহাম্মদ সালাহও যাচ্ছেন প্রো লিগে। করিম বেনজেমার ক্লাব আল ইত্তিহাদ নজর দিয়েছে মিসরের মেসি খ্যাত এই ফুটবলারের দিকে।
লিভারপুল থেকে সালাহকে ছাড়িয়ে নিতে অবিশ্বাস্য অর্থ অফার করেছে ক্লাবটি। সৌদীতে পাড়ি জমালে সালাহ প্রতি বছরে পাবেন ১৯১ মিলিয়ন পাউন্ড। যা বাংলাদেশী মুদ্রায় ২ হাজার ৬২৩ কোটি টাকা। বিপুল এই পারিশ্রমিক থাকবে সৌদীর ট্যাক্সের বাইরে। নিজের পারিশ্রমিক থেকে কোনো ট্যাক্স দিতে হবে না এই তারকাকে।
লিভারপুলে বর্তমানে প্রতি সপ্তাহে ৪ কোটি টাকা পারিশ্রমিক হচ্ছে সালাহের। সৌদীর ক্লাবটিতে তিনি গেলে সাপ্তাহেই আয়ের পরিমাণ দাঁড়াবে ৫১ কোটি টাকা। লোভনীয় এই অফারে রোনালদো, সাদিও মানেদের পথেই এগুচ্ছেন তিনি।
বেইন স্পোর্টস তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, মোহাম্মদ সালাহও আল ইত্তিহাদের এই প্রস্তাবে রাজি হয়েছেন। তবে ক্লাব এখনো সম্মতি দেয়নি। লিভারপুলের মূল স্ট্রাইকার তিনি। গত ছয়টি মৌসুম থেকেই টানছেন ক্লাবকে। এখন পর্যন্ত ক্লাবের হয়ে ১৮৭ গোল করেছেন তিনি। দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলাকরে ছাড়তে চায় না লিভারপুল। তবে এই ক্লাবের সাথে দরদাম চালিয়ে যাচ্ছে ইত্তিহাদ। যে কোনো উপায়ে এই তারকাকে দলে নিতে চাইছে প্রো লিগের ক্লাবটি।
আল ইত্তিহাদ মোহাম্মদ সালাহ’র সঙ্গে আপাতত তিন বছরের চুক্তি করতে চায়। দুই পক্ষ সমঝোতায় পৌঁছেছে। এখন শুধু লিভারপুল রাজি হলেই হয়ে যায়। ইউরোপের আরেক তারকা পাড়ি জমাবেন সৌদীর ফুটবলে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post