স্পোর্টস ডেস্কঃ প্রি-ড্রাফট দল দেখেই আন্দাজ করা যাচ্ছিল, মাথিশা পাথিরানার নাম উঠতে যাচ্ছে নিলামে। আর সেই নিলামে সর্বোচ্চ দাম পেলেন সময়ের অন্যতম আলোচিত পেসার। বেবি মালিঙ্গা খ্যাত পাথিরানাকে নিয়ে নিলামে বেশ কাড়াকাড়ি হয়েছে। শেষ পর্যন্ত জয়ী দলের নাম কলম্বো স্ট্রাইকার্স। নিলাম থেকে ১ লাখ ২০ হাজার মার্কিন ডলারে এই ডানহাতি পেসারকে ঢেরায় ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
যেই দলে ইতিমধ্যেই আছেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। নিলাম থেকে তাসকিনকে ৫০ হাজার মার্কিন ডলার দিয়ে দলে টেনেছে কলম্বো স্ট্রাইকার্স। যার ফলে সব ঠিক থাকলে এবারের এলপিএলে দেখা যাবে তাসকিন-পাথিরানা জুটি। কিছুদিন আগেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দেখা গিয়েছিল চেন্নাই সুপার কিংসে মুস্তাফিজ-পাথিরানা জুটি। যা কিনা বেশ সাফল্য এনে দিয়েছে চেন্নাইকে। এবার ভিন্ন লিগে ভিন্ন দলে আরেক তারকা বাংলাদেশির সাথে জুটি বাঁধতে চলেছেন পাথিরানা।
এই কলম্বো স্ট্রাইকার্স দলের হয়েই এলপিএল মাতাবেন থিসারা পেরেরা, দুনিথ ভেল্লালাগে, চামিকা করুণারত্নে, সাদিরা সামারাবিক্রমা, বিনুরা ফার্নান্দো, পাকিস্তানের শাদাব খান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস, আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজসহ আরও অনেকেই। এদের কাউকে ড্রাফটের বাইরে থেকে, কাউকে আবার ড্রাফট থেকে দলে নিয়েছে কলম্বো।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আগামী ১ জুলাই থেকে শুরু হবে এলপিএলের এবারের আসর। ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টটি শেষ হবে ২১ জুলাই।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post