স্পোর্টস ডেস্কঃ আইপিএলে ব্যাটিং ঝড় দেখালেন ফিলিপ সল্ট। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে দুর্দান্ত এক ফিফটি করেছেন এই ওপেনার। তাতে দিল্লি ক্যাপিটালস আসরে নিজেদের চতুর্থ জয়ের দেখা পেয়েছে। শনিবার বিরাট কোহলি-ফাফ ডু প্লেসিদের ৭ উইকেটে হারিয়েছে দিল্লি।
অরুণ জেটলি স্টেডিয়ামে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান করে ব্যাঙ্গালোর। দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করেন কোহলি। ৪৬ বল থেকে ৫৫ রান করেন তিনি। যেখানে ছিল ৫টি চারের মার। ডু প্লেসি ৩২ বলে ৪৫ রান করে আউট হন। ৫ চার ও ১ ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি।
শূন্য রানেই ফেরেন তারকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল। এরপর মহিপাল লোমরের অপরাজিত ৫৪ রানের ইনিংসে ভর করে শেষ পর্যন্ত ১৮১ রান তোলে ব্যাঙ্গালোর। মাত্র ২৯ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৫৪ রান করেন তিনি। দিল্লির পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন মিচেল মার্শ। ১টি করে উইকেট নেন মুকেশ কুমার ও খলিল আহমেদ।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু পায় দিল্লি। ওপেনিং জুটিতে ওয়ার্নার ও সল্ট মিলে তোলেন ৬০ রান। দিল্লির অধিনায়ক ১৪ বলে ২২ রান করে আউট হয়েছেন। এরপর মার্শ ফিরেছেন ১৭ বলে ২৬ রান করে। তৃতীয় উইকেটে সল্টের সাথে তাঁর ৫২ রানের ঝড়ো জুটিতেই হেসেখেলে জয় পেয়েছে দিল্লি।
শেষদিকে সল্ট আউট হয়ে গেলেও দিল্লিকে জিতিয়ে মাঠ ছেড়েছেন রুশো। এই প্রোটিয়া ব্যাটার ২২ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন। অক্ষর প্যাটেলের ব্যাট থেকে এসেছে ৩ বলে ৮ রানের ইনিংস। সল্ট মাত্র ৪৫ বলে ৬ ছক্কা ও ৮ চারে ৮৭ রানের ইনিংস খেলেছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটক/নিপ্র/ডেস্ক/১১০