সহকারী কোচ হচ্ছেন না শ্রীরাম

0
48

স্পোর্টস ডেস্কঃ দিন কয়েক আগেই বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে চন্ডিকা হাথুরুসিংহের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হাথুরুসিংহেকে আবারও প্রধান কোচ করার দিনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন ভিন্ন এক তথ্য।

চন্ডিকা হাথুরুসিংহের সাথে নতুন সহকারী কোচও নিয়োগ দেওয়া হচ্ছে। যিনি কিনা অনেক সিরিজে প্রধান কোচের দায়িত্বেও থাকবেন। উপমহাদেশ থেকে পাঁচ জন সহকারী কোচের একটি শর্ট লিস্টও আছে। তাদের সাক্ষাৎকার নেওয়া হবে। এরপর চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে।

সহকারী কোচের দৌড়ে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন শ্রীধরন শ্রীরাম। গেল এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন টাইগারদের সাথে। সেই ভারতীয় কোচের নামই সবচেয়ে জোরেশোরে শোনা যাচ্ছিল।

তবে সেটি আপাতত হচ্ছে না বলেই ইঙ্গিত দিয়েছেন বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, শর্তের সাথে না মেলায় তাকে পাওয়ার সম্ভাবনা কম। মূলত শ্রীরাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সাথে চুক্তিবদ্ধ আছেন আইপিএলে। যার ফলে ফুল টাইম হিসেবে পাওয়া যাবে না।

এই প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘শ্রীরামকে পাওয়ার সুযোগ কম। কারণ, সে অ্যাভেইলেবল নয়। মূলত সে বিসিবির টার্মে (শর্তে) আগ্রহী নয়।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here