নিজস্ব প্রতিবেদকঃ বিশ্ব ক্রিকেটে স্পিনারদের মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তানের দাপটই সবচেয়ে বেশি। লেগ স্পিনার রশিদ খান তো বিপ্লবই এনেছেন বলা যায়। আছেন মুজিব উর রহমানের মতো বিচিত্র স্পিনার। গত মাস দুয়েক আগে রশিদ খান জানিয়েছিলেন, আফগানদের একটি একাডেমিতেই আড়াইশর বেশি লেগ স্পিনার আছে। কিন্তু কীভাবে এতো উন্নতি হচ্ছে যুদ্ধবিধ্বস্ত দেশটির ক্রিকেট?
আফগানিস্তান দল এখন বাংলাদেশ সফরে। চট্টগ্রামে ওয়ানডে খেলে বর্তমানে সিলেটে অবস্থান করছে রশিদ-নবিরা। শুক্রবার দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে তারা মাঠে নামবে বাংলাদেশের বিপক্ষে। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আফগানদের টি-টোয়েন্টি অধিনায়ক রশিদ জানিয়েছেন সুযোগ-সুবিধায় এখনও অপ্রতুল থাকা অবস্থায় আন্তর্জাতিক ক্রিকেটে কীভাবে আফগানিস্তান সমীহ জাগানো দল হতে পেরেছে।
রশিদ বলেন, ‘আমাদের সহজাত প্রতিভা এবং এটিই আমাদেরকে আরও বেশি ভালো করে তুলছে। ছোটো বয়সে ক্রিকেট শুরুর সময় মৌলিক ব্যাপারগুলোই শিখতে ইচ্ছে করে, এরপর আস্তে আস্তে উন্নতি করতে করতে ভালো ক্রিকেটার হয়ে উঠতে হয়। কিন্তু কম বয়সেই যদি বোঝা যায় যে সহজাত প্রতিভা ও স্কিল আছে এবং সেসব নিয়ে আরও কাজ করা যায়, তাহলে সেরা হয়ে ওঠা যায়।’
নিজ দেশের ক্রিকেট কাঠামোর উন্নয়ন না থাকা প্রসঙ্গে রশিদ বলেন, ‘আফগানিস্তানে আমাদের খুব বেশি সুযোগ-সুবিধা নেই। অনেক তরুণ ক্রিকেটার বের করে আনার মতো ঘরোয়া ক্রিকেটও আমাদের নেই। তবে ভালো ব্যাপার হলো, আমাদের অনেক সহজাত প্রতিভাবান ক্রিকেটার আছে। এই কারণেই আফগানিস্তান এই পর্যায়ে উঠে এসেছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post