স্পোর্টস ডেস্কঃ মেজর লিগ সকারে জয়ে ফিরেছে ইন্টার মায়ামি। বৃহস্পতিবার ভোরে টরেন্টোর বিপক্ষে ৪-০ গোলের সহজ জয় পেয়েছে তারা। চোট কাটিয়ে এই ম্যাচে দিয়ে ফেরা লিওনেল মেসি আবার চোট শঙ্কায় মাঠ ছেড়েছেন। স্বতীর্থ জর্দি আলবাও মেসির দেখানো পথে হেঁটেছেন। দলের দুই তারকা ফুটবলার মাঠ ছাড়া হলেও বড় জয় পায় মায়ামি।
টরেন্টোর বিপক্ষে ফ্যাকুন্ডো ফারিয়াস, বেঞ্জামিন ক্রেমাসচি এবং জোড়া গোল করেছেন রবার্ট টেলর। তবে মায়ামি শিবিরে দেখা দিয়েছে মেসি ও আলবার চোট নিয়ে দিশ্চিন্তা। এই ম্যাচের আগে মেসি চোটের কারণে দুটি ম্যাচ মিস করেছেন। আর্জেন্টিনার হয়ে বলিভিয়ার বিপক্ষে আর মায়ামির হয়ে আটলান্টার বিপক্ষে ম্যাচ খেলতে পারেননি। ফলে বড় হার দেখে এমএলএস-এর দলটি।
টরেন্টোর বিপক্ষে ম্যাচের ৩৭ মিনিটে মেসি মাঠ ছেড়ে চলে যান। শুধু তিনি নন, ম্যাচ পুরো শেষ করতে পারেন নি আলবাও। তারকা এই দুই খেলোয়াড়কে ছাড়া মায়ামির জিততে একেবারেই অসুবিধা হয়নি। প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করে মায়ামিকে এগিয়ে নেন ফাকুন্ডো ফারিয়াস। বিরতি থেকে ফিরে রবার্ট টেইলর ৫৪ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন।
এরপর বেঞ্জামিন ক্রেমাসচি নিজের ঝলক দেখান ৭৩ মিনিটে। ম্যাচ শেষ হবার ৩ মিনিট আগে নিজের দ্বিতীয় গোল করেন টেইলর। আগামী রোববার লিগে অরল্যান্ডো সিটির বিপক্ষে মাঠে নামবে মায়ামি। এই ম্যাচে মেসির খেলা নিয়ে আছে শঙ্কা। এরপর ২৭ সেপ্টেম্বর তাদের খেলতে হবে ইউএস ওপেনের ফাইনালে। এরপর সূচিতে আগামী ৭ অক্টোবরের মধ্যে আছে আরও ৩টি লিগ ম্যাচ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০