সাংবাদিকদের ‘বাপ-মা’ নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করলেন সালাউদ্দিন

0
53

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে সাংবাদিক প্রবেশ নিয়ে বাজে মন্তব্য করে বসলেন কাজী মোহাম্মদ সালাউদ্দিন। বাফুফের এই বিতর্কিত সভাপতি মঙ্গলবার কার্যনির্বাহী কমিটির সভা শেষে বেফাঁস মন্তব্য করেন।

বাফুফের নির্ধারিত সভা শেষে সংবাদ সম্মেলন করেন সালাউদ্দিন। আর সেই সংবাদ সম্মেলন শুরুর আগ মুহূর্তে বাফুফে সভাপতির সামনে রেকর্ডার অন করে রাখছিলেন সাংবাদিকরা। সেখানেই ধরা পড়ে গণমাধ্যম কর্মীদের নিয়ে করা সালাউদ্দিনের ‘তাচ্ছিল্য’ করা বক্তব্য।

সালাউদ্দিন বলেন, ‘সাংবাদিকরা এখানে (বাফুফে ভবন) ঢুকতে গেলে ফটো দিতে হবে তাদের বাপ-মা’র। আরেকটা শর্ত হলো- তার বাপের ফটো পাঠাবে জুতা পরা। ঠিক আছে (হাসি), এটা হতে হবে ম্যান্ডেটরি। বাপের জুতা পরা ছবি থাকতে হবে।’

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের নিষেধাজ্ঞা, বাফুফের অনিয়ম, দুর্নীতি-জালিয়াতি কাণ্ড সংবাদমাধ্যমে নিয়মিত প্রকাশ পাওয়ার পর থেকেই সাংবাদিকদের শত্রুর আসনে বসিয়েছেন সালাউদ্দিন। সেই ক্ষোভটাই ঝাড়তে গিয়ে সাংবাদিকদের পরিবার নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন তার কুশিলবদের কাছে। আর সেটি ধরা পড়েছে সংবাদকর্মীদের রেকর্ডিংয়ে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here