নিজস্ব প্রতিবেদক: সাইকেলে চড়ে সিলেটের সুবিদ বাজার থেকে ভারতের পাহাড়ের রাজ্যে শিলংয়ে যাচ্ছেন চার সাইক্লিস্ট। সিলেট সাইক্লিং কিমউনিটির চার মডারেটর এই দুর্গম পাহাড়ি পথ বেয়ে শিলংয়ে যাওয়ার মিশনে নেমেছেন।
শনিবার সকাল সাড়ে ৮ টায় সিলেটের সুবিদাবাজার থেকে সাইকেল চড়ে সাইক্লিং কমিউনিটির মডারেটর খান মোঃ ফরিদ উদ্দিন (বাবর), আরিফ আতিকুজ্জামান, সৈয়দ সোহাগ ও জালাল আহমদ রওয়ানা হন।
সিলেট সাইক্লিং কমিউনিটির সূত্র জানায়, সকালে সিলেট থেকে রওয়ানা হয়ে দুপুরে তামাবিল দিয়ে ভারতে প্রবেশ করেন এই চার সাইক্লিস্ট। সেখান থেকে সাইকেলে চড়ে তাঁরা শিলংয়ে যাবেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০