নিজস্ব প্রতিবেদকঃ উইন্ডিজের ঘরোয়া ক্রিকেটে দারুণ খেলে ‘এ’ দলে জায়গা করে নেন কির্ক ম্যাকেঞ্জি। বাংলাদেশ সফরে এসে প্রথম চারদিনের ম্যাচে দেখা পান ফিফটির। এবার হাতছানি ছিল সেঞ্চুরির। কিন্তু হলো না। সাইফ হাসানের বলে ব্যক্তিগত ৯১ রানে আউট হয়েছেন এই বাঁহাতি ব্যাটার।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-উইন্ডিজ ‘এ’ দলের মধ্যকার দ্বিতীয় চারদিনের ম্যাচে আগে ব্যাট করে স্বাগতিকরা। শাহাদাত হোসেন দিপুর ফিফটিতে ২৩৭ রান করে বাংলাদেশ। জবাব দিতে নেমে শুরুতেই উইকেট হারায় ক্যারিবিয়ানরা। পেসার খালেদ আহমেদের বলে ফিরে যান ত্যাগনারায়ণ চন্দরপল।
দলীয় ১৬ রানে প্রথম উইকেট হারানো উইন্ডিজ প্রতিরোধ গড়ে ম্যাকেঞ্জি ও রেইমন রেইফারের ব্যাটে। দুজনের ১১৬ রানের জুটি ভাঙে রেইফারের বিদায়ে। ৭৮ বল খেলে ৩৭ রান করেন এই বাঁহাতি। এরপর সেঞ্চুরির পথে হাঁটছিলেন ম্যাকেঞ্জি। কিন্তু ব্যক্তিগত ৯১ রানে সাইফ হাসানের বলে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দেন তিনি। বাউন্ডারিতে ক্যাচ নেন নাঈম শেখ। ৯ চার ও ৩ ছক্কায় ইনিংস সাজান ম্যাকেঞ্জি।
সাইফ এরপর ফিরিয়েছেন ব্রেন্ডন কিংকেও। রানের খাতা খোলার আগেই ফিরেছেন তিনি। নিজের বলে ক্যাচ নিয়েছেন সাইফ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ৪ উইকেটে ১৫২ রান। বাংলাদেশের হয়ে ২ উইকেট নিয়েছেন সাইফ। একটি করে শিকার খালেদ ও তানভির ইসলামের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post