নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৭৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। দুই দলের লড়াইয়ে শেখ জামালের হয়ে দারুণ সেঞ্চুরি হাঁকিয়েছেন সাইফ হাসান। একইসাথে দুই উইকেট শিকার করে নিজের অলরাউন্ডিং নৈপুণ্য দেখিয়েছেন তিনি। এদিকে শেখ জামালের আরেক বোলার টিপু সুলতানের তোপে প্রাইম ব্যাংক গুঁটিয়ে গেছে নির্ধারিত লক্ষ্যের আগেই। প্রাইম ব্যাংকের অধিনায়ক তামিম ইকবাল ফিফটি হাঁকালেও পাননি জয়ের দেখা।
মিরপুরের হোম অব ক্রিকেটে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯২ রানের বিশাল সংগ্রহ পায় শেখ জামাল। ওপেনিংয়ে নেমে এদিন সৈকত আলির সাথে ৯১ রানের ও দ্বিতীয় উইকেটে ফজলে রাব্বির সাথে ৯৩ রানের দুটি দারুণ জুটি গড়েন সাইফ হাসান। সাইফ নিজে পূরণ করেন সেঞ্চুরি। ১২০ বলে ১২ বাউন্ডারি ও ৩ ছক্কায় সাজান ১১৫ রানের ইনিংস। হাসান মাহমুদের বলে শেষ পর্যন্ত হিট আউটের শিকার হয়ে ফিরেন প্যাভিলিয়নে।
সাইফের সেঞ্চুরি ছাড়া সৈকতের ব্যাট থেকে ৪৩, ফজলে রাব্বির ব্যাট থেকে ৪২, জিয়াউর রহমানের ব্যাট থেকে ৩৯ ও ইয়াসির আলি রাব্বির ব্যাট থেকে ২৭ রান আসে। আর এতেই প্রাইম ব্যাংককে বড় লক্ষ্য ছুঁড়ে দেয় শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
বল হাতে প্রাইম ব্যাংকের হয়ে হাসান মাহমুদ ৩ উইকেট নেন একাই।
২৯৩ রানের লক্ষ্যে খেলতে নেমে তামিম ইকবাল ও পারভেজ হোসেন ইমনের উদ্বোধনী জুটি থেকে ৩২ রানের বেশি আসেনি। ২২ রান করে ফিরে যান পারভেজ ইমন। টপ অর্ডারে নামা শাহাদাত হোসেন দিপু করেন ১৬ রান। ৮৩ রানে টপ অর্ডারের দুই উইকেট হারানোর পর জাকির হাসানকে সাথে নিয়ে ৫২ রানের জুটি গড়েন তামিম ইকবাল। তবে প্রাইম ব্যাংকের অধিনায়ক বেশ কয়েকবার জীবন পেয়ে ফিফটি পূরণ করলেও, সেঞ্চুরির দেখা পাননি। ৭০ বলে ৫ বাউন্ডারিতে ৬৯ রান করে প্যাভিলিয়নে ফিরেন।
তামিমের ফেরার পর বেশি সময় টিকতে পারেননি জাকির হাসান (৩৩), অলক কাপালি (০), শেখ মেহেদীরা (৪)। শেষ পর্যন্ত তাই ৪৪.১ ওভারেই ২১৯ রানে গুঁটিয়ে যায় প্রাইম ব্যাংকের ইনিংস। আর এতেই দলটিকে দেখতে হয় বড় হার।
শেখ জামালের হয়ে এদিন টিপু সুলতান একাই নেন ৪ উইকেট। ২টি করে উইকেট লাভ করেন সাইফ হাসান, রবিউল ইসলাম রবি ও তাইবুর রহমান।
Discussion about this post