সাইফ-আফিফের ফিফটিতে মান রক্ষা বাংলাদেশের

0
483

স্পোর্টস ডেস্কঃ এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে অপেক্ষাকৃত দুর্বল দল মালয়েশিয়ার বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ৩ রান তুলতেই তিন উইকেট হারিয়ে ফেলে লাল-সবুজের দল। তবে শুরুর এই ধাক্কা সামলে টাইগারদের সম্মানজনক পুঁজি এনে দেন অধিনায়ক সাইফ হাসান। নির্ধারিত ২০ ওভারে ১১৬ রান করেছে বাংলাদেশ।

হাংঝুতে বুধবার আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার কোনো রান না করেই ফিরেন। জিজিয়াং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গ্রাউন্ডে ইনিংসের দ্বিতীয় বলেই ধাক্কা খায় বাংলাদেশ। দুর্ভাগ্যজনক রানআউটের শিকার হন ওপেনার মাহমুদুল হাসান জয়। দ্বিতীয় ওভারে বিজয় উন্নির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন পারভেজ হোসেন ইমন। ৮ বল খেলে কোনো রান করতে পারেননি এই ওপেনার। ইনিংসের তৃতীয় ওভারে জাকির হাসানও ফিরে যান। তাঁকে আউট করেন পবনদীপ সিং।

৩ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশকে টানেন অধিনায়ক সাইফ ও আফিফ। দুজন দলীয় সংগ্রহকে টেনে নেন ৪১ রান পর্যন্ত। আফিফ পবনদীপকে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েন জুবাইদি জুলফিকারের হাতে। তিনি ১৪ বলে ২ চার ও ২ ছক্কায় ২৩ রান করে যান। সাইফ এগোতে থাকেন শাহাদাত হোসেনকে নিয়ে। ৮৬ রানের মাথায় শাহাদাত ফেরেন আনোয়ার রহমানের বলে কট অ্যান্ড বোল্ড হয়ে। ৩ চারে তার ব্যাট থেকে আসে ২০ রান। সেখান থেকে সাইফ ও জাকের আলী অনিক ইনিংস শেষ করে আসেন। ৫২ বলে ১টি চার ও ৩ ছক্কায় সাইফের করা ৫০ ও অনিকের ২ চারে করা ১৪ রানের ভর করে বাংলাদেশ ৫ উইকেটে ১১৬ রান সংগ্রহ করতে পারে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here