স্পোর্টস ডেস্কঃ ১৯৬৬ সালে বিশ্বকাপ জেতা ইংল্যান্ডের আর স্বাদ পায়নি কোনো মেজর শিরোপার। তবে সাবেক কোচ গ্যারেথ সাউথগেটের কোচিংয়ে ক্রমেই উন্নতি করা ইংলিশরা প্রতিটি টুর্নামেন্টেই খেলতে নামে ফেভারিট হিসেবেই। পারফরম্যান্সও তাদের হয়েই কথা বলছে। গত ইউরোর (২০২১) ফাইনালে টাইব্রেকারে হারের পর এবার একদম শেষ সময়ের গোলে স্পেনের কাছে হারে ২-১ গোলে।
গত মাসে ইউরোর ফাইনাল হারার পর দায়িত্ব ছেড়ে দেন সাউথগেট। এরপর থেকে নতুন কোচের সন্ধানে আছে ইংল্যান্ড। আপাতত লি কার্সলিকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন। আগামী সেপ্টেম্বরে শুরু হবে এবারের নেশন্স লিগ। মূলত ওই টুর্নামেন্টকে সামনে রেখেই কার্সলিকে গুরুদায়িত্বটি দিয়েছে ইংলিশরা। অনূর্ধ্ব-২১ দলের কোচের দায়িত্ব ছেড়ে এখন জাতীয় দলের দায়িত্ব তার কাঁধে।
খেলোয়াড়ি জীবনে কার্সলি রিপাবলিক অব আয়ারল্যান্ডের হয়ে ৪০ ম্যাচ খেলেন। ১৭ বছরের ক্যারিয়ারে তার ক্লাব ছিল ডার্বি ও এভারটন। এরপর কোচিংয়ে মনযোগ দেন। ২০২০ সাল থেকে ইংল্যান্ডে কোচিং করানো শুরু হয় তাঁর। এবার থ্রি-লায়ন্সদের দায়িত্ব পেয়ে কার্সলি বলেন, ‘যেহেতু খেলোয়াড় এবং আন্তর্জাতিক ফুটবলের সঙ্গে আমি খুব পরিচিত, এফএ (ফুটবল অ্যাসোসিয়েশন) নতুন ম্যানেজার নিয়োগের প্রক্রিয়া চালিয়ে যাওয়ার এই সময় দলকে দিক নির্দেশন দেওয়া আমার কাছে মনে হয়েছে যৌক্তিক কাজ। আমার মূল অগ্রাধিকার থাকবে ধারাবাহিকতা নিশ্চিত করা এবং আমাদের লক্ষ্য উয়েফা নেশন্স লিগে উপরের ধাপে ওঠা।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০