স্পোর্টস ডেস্ক:: মাত্র ৩৬ রানের মধ্যেই ৭ উইকেট হারিয়ে আফগানিস্তানের বিপক্ষে রীতিমতো লজ্জার রেকর্ড গড়েছে সাউথ আফ্রিকা। টেনেঠুনে ১০৬ রান তুলে প্রথম ওডিআইতে আফগানদের বিপক্ষে সর্বনিম্ন রানে অলআউটের লজ্জার রেকর্ড গড়েছে দলটি।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে প্রোটিয়াদের ৬ উইকেটে হারিয়ে লিড নিয়েছে আফগানিস্তান। প্রোটিয়াদের করা ১০৬ রান মাত্র চার উইকেট হারিয়ে টপকে গেছে রশিদের দল।
শারজাহতে আগে ব্যাট করতে নামা সাউথ আফ্রিকা ফারুকী-রশিদদের বোলিং তোপে মাত্র ৩৩.৩ ওভারে ১০৬ রানে অলআউট হয়ে যায়। ১৭ রানে প্রথম উইকেট হারানো দলটি আফগানদের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৩৬ রানের মধ্যেই হারায় ৭ উইকেট। ইনিংস সর্বোচ্চ ৫২ রান করেছেন মুল্ডার। সাতে নামা এই ব্যাটারই প্রোটিয়াদের সংগ্রহকে শতরান ছাড়িয়ে নেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান করেছেন ফ্রোটিন।
আফগানিস্তানের হয়ে ফারুকী ৪টি, গজানফর ৩টি ও রশিদ ২টি করে উইকেট লাভ করেন।
মাত্র ১০৭ রানের লক্ষ্য আফগানিস্তান টপকে যায় ২৬ ওভারে চার উইকেট হারিয়ে। ইনিংস সর্বোচ্চ ৩৪ রান করে অপরাজিত থাকেন গুলবাদিন ণাইভ। ২৫ রান করে অপরাজিত থাকেন আজমতউল্লাহ ওমরজাই। ১৪ রান করেন রিয়াজ হাসান।
সাউথ আফ্রিকার হয়ে ফ্রোটিন ২টি উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০