নিজস্ব প্রতিবেদক:: তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজ সমতায় ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যুব ওয়ানডের প্রথম ম্যাচটি হারলেও দ্বিতীয় ম্যাচে সফরকারীদের ১৪ রানে হারিয়েছে স্বাগতিকরা।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল আগে ব্যাট করে ২৬৮ রান তুলেছিলো। জবাবে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল ২৫৪ রানেই গুটিয়ে গেছে।
খুলনায় আগে ব্যাট করতে নামা বাংলাদেশ শিহাবের হাফ সেঞ্চুরিতে সাত উইকেটে ২৬৮ রান তুলে। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৬৯ রান করেন শিহাব। ৭১ বলের ইনিংসটি সাজিয়েছেন ছয় চারে ও এক ছয়ে। দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ রান করেছেন আরিফুল ইসলাম। ৪১ রান করেছেন সিদ্দিক। ২৮ রান করেছেন জাকারিয়া। ২৭ রান এসেছে রাব্বির ব্যাট থেকে।
দক্ষিণ আফ্রিকার হয়ে মাহাপেক ও পোস্টেন ২টি উইকেট লাভ করেন।
২৬৯ রানের টার্গেটে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা ৪৯ ওভারে ২৫৪ রানেই গুটিয়ে যায়। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৭৫ রান করেন অধিনায়ক ডেবিড ডেগার। ৯৩ বলের ইনিংস সাজিয়েছেন পাঁচ চার ও তিন ছক্কায়। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান করেছেন ওলিভার জেমস।
বাংলাদেশের হয়ে রাফি ৩টি ও আরিফুল ২টি করে উইকেট লাভ করেন।
তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা এসেছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post