স্পোর্টস ডেস্ক:: বোমা ফাটিয়ে নিজ দেশ সাউথ আফ্রিকার বিমান ধরছেন প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। টি-২০ থেকে সরিয়ে দেওয়া এই কোচ দু’এক দিনের মধ্যেই প্রোটিয়া বিমানে উঠবেন। গণমাধ্যমে তার ইন্টারভিউ নিয়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা।
ক্ষুব্ধ ক্রিকেট বোর্ড জানিয়েছে, এমন বেফাঁস মন্তব্যের কারণে কোচের কারণে কৈফিয়ত চাওয়া হবে। তিনি কেন এমনটা বলেছেন? তার জবাব চাওয়া হবে। ইতিমধ্যে ক্রিকেট বোর্ডের পরিচালক ও ডিরেক্টর অব ক্রিকেট মোহাম্মদ জালাল ইউনুস জানিয়েছেন, ডোমিঙ্গোর কথার সত্যতা নেই। তিনি কখনো ক্রিকেটারদের সাথে সরাসরি বসেন না।
টি-২০ ফরম্যাটে বাংলাদেশ দল খুব একটা ভালো করছিলো না। এমনিতেই ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদশ ভালো দল নয়। তার ওপর গত টি-২০ বিশ্বকাপ থেকেই খারাপ সময় যাচ্ছে টাইগারদের। তাকে বরখাস্তের দাবি উঠলে বিসিবি সেরকম কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে সমালোচনার মুখে তাকে টি-২০ দল থেকে সরিয়ে দেওয়া হয়।
এশিয়া কাপে দলের সঙ্গে যাবেন না কোচ, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমনটা জানিয়ে ছিলেন। এরপর প্রধান কোচ ছাড়াই দুবাই গেছে বাংলাদেশ দল। এরপরই কোচ ইন্টারভিউয়ে জানিয়ে দেন- দলের ভেতরের নানা তথ্য। বলেন, ক্রিকেটারদের ধমকের উপর রাখা হয়। তাকেও কড়া থাকতে বলা হয়।
এমনকি দলে বাইরে হস্তক্ষেপ করা হয়। কোচ-অধিনায়ক স্বাধীন মতো কাজ করতে পারেন না বলেও জানান কোচ। বিসিবি আপাতত এই কোচকে বিশ্রাম দেয়। আগামি তিন মাস অন্তত তার হাতে কোনো কাজ নেই। এই সময়টা তাই তিনি ফিরে যাচ্ছেন নিজ দেশে পরিবারের কাছে। সেখান থেকে পরবর্তীতে দুবাইয়ে যেতে পারেন। ‘এ’ দলের খেলা আছে দুবাইয়ে।
নিজের ভবিষ্যত নিয়ে ডোমিঙ্গো বলেন, ‘এখন পর্যন্ত যে পরিকল্পনা, সে অনুযায়ী আমি এখন বাড়ি ফিরব। এরপর অক্টোব ‘এ’ দলের সঙ্গে দুবাই যাব। সেখানে আমাদের কিছু টেস্ট ব্যাটসম্যান থাকবে। তাদের নিয়ে কয়েক সপ্তাহ কাটাব। এরপর নভেম্বরে ভারত সিরিজের আগে ফিরব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০