স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে আজ দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড লড়াই। বুধবার পুনেতে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে এই ম্যাচ। নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম প্রোটিয়াদের বিপক্ষে টস জিতেছেন। টেম্বা-বাভুমা অ্যাইডেন মার্করামদের আগে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
এই ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে টিম সাউদির। চোটের কারণে আসরে এর আগে মাঠে নামা হয় নি কিউই এই পেসারের। তাঁকে জায়গা দিতে বাদ পড়েছেন লকি ফার্গুসন। অন্যদিক দক্ষিণ আফ্রিকার একাদশেও এসেছে পরিবর্তন। তাব্রাইজ শামসির বদলে কাগিসো রাবাদা খেলছেন আজ।
শেষ দল হিসেবে সরাসরি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছিল দক্ষিণ আফ্রিকা কিন্তু বিশ্বকাপে এসে রানের বন্যা বইয়ে দিচ্ছেন প্রোটিয়া ব্যাটাররা। দারুণ বোলিং করছেন বোলাররাও। ৬ ম্যাচের মধ্যে মাত্র একটিতেই হেরেছে তারা। পয়েন্ট তালিকায় ভারতের ঠিক পরেই আছে তাদের নাম। এদিকে কম নয় নিউজিল্যান্ডও।
নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে ছাড়াই অধিকাংশ ম্যাচ খেলতে নেমে দারুণ পারফর্ম করেছে নিউজিল্যান্ড। তবে শেষ দুই ম্যাচে হার দেখায় আজ জয়ের বিকল্প নেই তাদের। সেমিফাইনালে জায়গা পেতে হলে হাতে থাকা তিন ম্যাচের মধ্যে দুটিতেই জয় পেতে হবে তাদের।
দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেটকিপার), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, জেরাল্ড কোয়েটজি, কেশব মহারাজ, কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিদি।
নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (অধিনায়ক, উইকেটকিপার), গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post