স্পোর্টস ডেস্ক:: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমটা দুর্দান্ত জয়ে শুরু করলো আর্সেনাল। এক হালি গোলের ম্যাচে আর্সেনাল ৪-০ ব্যবধানে হারিয়েছে পিএসভি আইন্দহফেনকে।
বুকাইয়া সাকা, জেব্রিয়েল জেসুসের দারুণ নৈপুণ্যে গ্রুপ ‘বি’তে নিজেদের প্রথম ম্যাচেই জয় পেয়েছে দলটি। পিএসভি কোনো প্রতিরোধই গড়তে পারেনি। প্রথমার্ধের তিন গোলের সঙ্গে দ্বিতীয়ার্ধের এক গোলে ৪-০ ব্যবধানে জিতেছে আর্সেনাল।
ম্যাচের শুরুতেই লিড নেয় আর্সেনাল। ৮ম মিনিটে বুকাইয়া সাকার গোলে ১-০ গোলে এগিয়ে যায় দলটি। মিনিট দশেক পরেই ব্যবধান দ্বি-গুণ করেন লিয়েন্দ্রো ট্রসার্ড। ম্যাচের ২০তম মিনিটে তার গোলে ২-০ ব্যবধানে লিড নেয় দলটি।
শুরুতেই পিছিয়ে পড়া পিএসভি আইন্দহফেন প্রথমার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। গোলতো পায়নি, উল্টো বিরতির আগ মুহূর্তে আরেক গোল হজম করে দলটি। ৩৮তম মিনিটে ব্রাজিলিয়ান তারকা গেব্রিয়েল জেসুসের গোলে ৩-০ ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায় আর্সেনাল।
বিরতির পর পিএসভি কিছুটা ছন্দ ফিরে পায়। নিজেদের রক্ষণকে আরো শক্তিশালী করে তারা। সাকা-জেসুসদের একের পর এক আক্রমণে ঠেকাতেই ব্যতিব্যস্ত হয়ে পড়ে দলটি। আদায় করতে পারেনি কোনো গোল। ম্যাচের ৭০তম মিনিটে মার্টিন ওডেগার্ড পিএসভির কফিনে শেষ পেরেক ঠুকে দেন। তার গোলেই আর্সেনালের ৪-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post