স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে লড়ছে ইংল্যান্ড ও ইরান। সন্ধ্যা ৭টায় শুরু হওয়া গ্রুপ ‘বি’র ম্যাচের প্রথমার্ধ শেষে বড় ব্যবধানে এগিয়ে আছে ইংলিশরা। ইরানের জালে ইতিমধ্যেই ৩ গোল দিয়েছে সাউথগেটের শিষ্যরা। গোল করেছেন জুড বেলিংহ্যাম, বুকায়ো সাকা ও রাহিম স্টার্লিং।
খলিফা ইন্ট্যারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দাপট ইংলিশদের। ইরানের উপর চাপ সৃষ্টি করে খেলতে থাকে দলটি। বল পজিশন কিংবা আক্রমণ, কোনো কিছুতেই পাত্তা পায়নি এশিয়ার দেশটি। ম্যাচের ৮২ শতাংশ বল দখলে রাখে ইংল্যান্ড। সব মিলিয়ে ৭টি শট নিয়েছে। যার মধ্যে ৪টি গোলের অভিমুখে।
এদিকে ইরান মধ্য বিরতির আগ পর্যন্ত ১৮ শতাংশ বল দখলে রাখতে পারে। মাত্র ১টি শট নিতে পারে। তবে সেটিও গোলপোস্টে রাখতে পারেনি। ইরানের সেরা সুযোগটি মিস হয়েছে বিরতিতে যাওয়ার খানিক আগে। এদিকে ম্যাচের ৩৫তম মিনিটে প্রথম স্কোরশিটে নাম লেখায় ইংলিশরা।
বেলিংহ্যাম এবারের বিশ্বকাপে প্রথম গোলটি করেন ইংল্যান্ডের হয়ে। এরপর ৪৩তম মিনিটে দ্বিতীয় গোলটি করেন সাকা। নির্ধারিত সময় পেরিয়ে যোগ করা সময়ের এক মিনিটের মাথায় তৃতীয় গোলটি করেন স্টার্লিং। ইতিমধ্যেই ইংলিশদের জয়ের পথ সুগম হয়ে গেছে।
ম্যাচের মাঝে বড় দুর্ঘটনার শিকার হয়েছে ইরান। নিয়মিত গোলরক্ষক আলিরেজা নিজ দলের ডিফেন্ডার হোসেইনির সাথে মাথার সংঘর্ষ হয়। মাঠে রক্তাক্ত অবস্থায় দেখা যায় আলিরেজাকে। শেষ পর্যন্ত স্ট্রেচারে ভর করে মাঠ ছাড়তে হয় তাকে। তার পরিবর্তে গোলরক্ষক হিসেবে মাঠে নামেন হোসেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা