স্পোর্টস ডেস্কঃ দুই সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল-সাকিব আল হাসানের মধ্যে পারস্পরিক দ্বন্দ্বের ইস্যুতে খুব একটা ভালো নেই বাংলাদেশের ক্রিকেট। এবার এসব আলোচনার সঙ্গে যুক্ত হয়েছে সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার নাম।
অধিনায়ক হিসেবেই তামিমের সঙ্গে উদ্ভূত পরিস্থিতি সামাল দেওয়ার দায়িত্বটা সাকিব নিতে পারতেন বলে মনে করেন মাশরাফী। সাবেক এই পেসার বলেন, ‘সাকিব যেহেতু দলের অধিনায়ক, সে বলেছে, মাঠের বাইরে সব ঠিক করে মাঠে সিদ্ধান্ত নিতে হয়। সাকিব যেহেতু অধিনায়ক হয়ে গিয়েছে, যে ঘটনাগুলো ঘটছে, (তামিমের) প্রথম ম্যাচ খেলা বা ব্যাটিং অর্ডার বা যেকোনো আলোচনা—সে ক্ষেত্রে সাকিব নিজেই ব্যক্তিগতভাবে একটা কল করে মেসেজ দিয়ে (তামিমকে) বললে, এ আলোচনার জন্ম হতো না। সেটা নেতিবাচক হলেও দুজনের মধ্যে থেকে শেষ হয়ে যেত।’
গতকাল ভিডিও বার্তায় তামিম বলেছিলেন, তাকে নিচে ব্যাটিং করতে বলা হয়েছিল কিন্তু রাজি হয়নি। পরে এ নিয়ে মুখ খোলেন অধিনায়ক সাকিব। তামিমের আচরণকে ‘বাচ্চামো’ মনে করেন তিনি। এই ব্যাপারে মাশরাফী বলেন, ‘সাকিব আরও একটি কথা বলেছে, দলের স্বার্থে যে কাউকে যেকোনো জায়গায় ব্যাটিং করতে হতে পারে। আমার কাছে মনে হয় অধিনায়ক হিসেবে, সাকিব যেহেতু নেতৃত্ব নিয়েছেই। সাকিবই পারতো তামিমকে একটা মেসেজ দিতে বা এক মিনিট ফোনে কথা বলতে যে আমার এই পরিকল্পনা আছে, এটা আমি তোর সঙ্গে পরে আলোচনা করবো। পুরো জিনিসটা এখানে চাপা পড়ে যেতো।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post