নিজস্ব প্রতিবেদকঃ ২০২৪ সালের শেষ পর্যন্ত তিন সংস্করণেই বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন নাজমুল হোসেন শান্ত। সাকিব আল হাসানকে সরিয়ে বাঁহাতি এই ব্যাটারকে দায়িত্ব দিয়েছে বিসিবি। সোমবার বোর্ডের পরিচালনা পর্ষদের সভা শেষে এ কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
চোখের সমস্যা নিয়ে মাস খানেক ধরেই বেশ ভুগছেন সাকিব। একাধিক দেশে ডাক্তার দেখিয়েও কিছুতেই যেন কিছু হচ্ছিল না। চোখের সমস্যার প্রভাব পড়ছিল তার খেলাতেও। তার মাঠে ফেরা নিয়ে অনিশ্চয়তা থাকায় দলনেতা হিসেবে শান্তকে বেছে নেওয়ার কথা জানিয়েছে বোর্ড। গত ওয়ানডে বিশ্বকাপে সাকিব চোটের কারণে খেলতে পারেননি দুই ম্যাচ। সেই দুই ম্যাচে দলকে নেতৃত্ব দেন শান্ত। বিশ্বকাপের পর ঘরের মাঠে ও নিউজিল্যান্ডে দুই সিরিজে সাকিবের অনুপস্থিতিতে শান্ত সামলান দায়িত্ব। এবার তিনি পেলেন পুরো দায়িত্বভার।
এদিকে সাকিবকে অধিনায়কের পদ থেকে বাদ দেওয়ার কারণ হিসেবে তার ফিটনেসের কথা উল্লেখ করেন পাপন। তিনি বলেন, ‘সাকিবের সঙ্গে কথা হয়েছে। এখন অবধি কালকে পর্যন্ত যেটা কথা হয়েছে; ওর চোখের সমস্যা এখনও যায়নি। কাজেই আমাদের সামনে শ্রীলঙ্কা সিরিজ আছে, তারপর আরেকটা সিরিজ আছে; বিশ্বকাপ আছে। আসলে ওর এভেইলেবেলেটিটা আমরা নিশ্চিত না।’
পাপন আরও বলেন, ‘অবশ্যই ও আমাদের প্রথম পছন্দ অধিনায়ক হিসেবে সবসময়ই ছিল, এখনও আছে। দুর্ভাগ্যবশত যেহেতু একটা অনিশ্চয়তা রয়ে গেছে, এটার মধ্যে আমরা থাকতে চাচ্ছি না। কাজেই আমরা সিদ্ধান্ত আর দেরি করতে চাইনি। এখন থেকে বিশ্বকাপের খুব বেশি দেরি নেই, এই সময়ে যেন স্মুথলি দলটা চলতে পারে; সেজন্য এই নামটা আমরা ঘোষণা করে দিয়েছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post