নিজস্ব প্রতিবেদকঃ ৮ রানে ব্যাটিংয়ের সময় অ্যাঞ্জেলো ম্যাথিউরসের বলেই চারিত আসালাঙ্কার হাতে বেঁচে গিয়েছিলেন সাকিব আল হাসান। সে সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশ অধিনায়ক খেলেছেন ৮২ রানের ইনিংস। অবশেষে ম্যাথিউসের বলেই ফিরেছেন তিনি। ক্যাচ নিয়েছেন আসালাঙ্কা।
৩২তম ওভারে ম্যাথিউসের স্লোয়ার ডেলিভারি খেলতে গিয়ে শর্ট মিড অফে সহজ ক্যাচ দেন সাকিব। বাংলাদেশ অধিনায়ক ড্রেসিং রুমে ফেরার সময় তার দিকে তাকিয়ে হাতে সময়ের ইঙ্গিত করে নিজের টাইমড আউটের জবাব দেন ম্যাথিউস। ১২ চার ও ২ ছক্কায় স্রেফ ৬৫ বলে ৮২ রান করেছেন সাকিব। তার বিদায়ের ভেঙেছে নাজমুল হোসেন শান্তর সঙ্গে গড়া ১৬৯ রানের তৃতীয় উইকেট জুটি। শান্তর সঙ্গে জুটি গড়তে পাঁচ নম্বরে নেমেছেন মাহমুদউল্লাহ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post