সাকিবকে ‘ভুয়া ভুয়া’ বলে দুয়োধ্বনি দিলেন সমর্থকরা

0
600

নিজস্ব প্রতিবেদকঃ বৃহস্পতিবার সকালে মিরপুরে আসেন সাকিব আল হাসান। ব্যক্তিগত অনুশীলনের জন্য  সকাল ৯টা ৭ মিনিটে তিনি প্রবেশ করেন মিরপুরের ইনডোরে। সেখানে তার ছোট বেলার কোচ নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে অনুশীলন করেন তিনি। এরপর বেরিয়ে যাওয়ার সময় সমর্থকের রোষের মুখে পড়েন সাকিব।

বাংলাদেশ দল চলতি বিশ্বকাপে নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে আগামী শনিবার। মুম্বাইয়ে সবশেষ দক্ষিণ আফ্রিকা ম্যাচে বড় হারের পর দলের ক্রিকেটাররা ইতোমধ্যে কলকাতা পৌঁছেছে। তবে সাকিব সবাইকে চমকে দিয়ে গতকাল ফেরেন দেশে। টাইগার এই অধিনায়ক গতকাল (বুধবার) কাজ করেছেন শুধুই ব্যাটিং নিয়ে। আজও ব্যাটিং অনুশীলন করেছেন তিনি।

মিরপুরের ইনডোর থেকে বের হয়ে যাওয়ার সময় সমর্থকরা সাকিবকে দুয়ো শুনিয়েছেন। বিশ্ব সেরা অলরাউন্ডার ক্যারিয়ারে এমন ঘটনার মুখোমুখি হন নি কখনো। প্রায় তিন ঘন্টার অনুশীলন শেষে বেরিয়ে যাওয়ার পথে মিরপুরে উপস্থিত গুটিকয়েক সমর্থক ‘ভুয়া ভুয়া’ বলে দুয়োধ্বনি ছুড়ে দেন সাকিবের প্রতি। এসময় একটি কালো রঙের গাড়িতে দ্রুত স্থানত্যাগ করেন টাইগার অধিনায়ক।

এদিকে ইনজুরির কারণে চলতি বিশ্বকাপে এক ম্যাচ না খেললেও বাকি ম্যাচগুলোতে সাকিবের পারফর্ম্যান্স ঠিক সাকিব-সুলভ নয়। ৪ ম্যাচ খেলে তিনি করেছেন মোটে ৫৬ রান। সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। অথচ গত বিশ্বকাপে দুই সেঞ্চুরিসহ সাকিব ৬০৬ রান করেছিলেন সাকিব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here