নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে মুখোমুখি লড়াইয়ে নামতে যাচ্ছে ঢাকা ডমিনেটর্স ও ফরচুন বরিশাল। দুই দলের লড়াই শুরু হবে সন্ধ্যা ৭টায়। এর আগে ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে ম্যাচের টস।
যেখানে জিতেছেন ঢাকা ডমিনেটর্স অধিনায়ক নাসির হোসেন। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাট করতে নামছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল।
এই ম্যাচে একাদশে দুই পরিবর্তন এনেছে বরিশাল। বাদ পড়েছেন এবাদত হোসেন চৌধুরি ও ইব্রাহিম জাদরান। তাদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন সাইফ হাসান ও চতুরঙ্গা ডি সিলভা। এর মধ্যে সাইফ এই প্রথম খেলতে নামছেন এবারের বিপিএলে।
এদিকে ঢাকার একাদশে তিন পরিবর্তন এসেছেন। হারের বৃত্তে থাকা দলটির একাদশ থেকে বাদ পড়েছেন রবিন দাস ও আমির হামজা। এর বাইরে ইনজুরির কারণে খেলা হচ্ছে না আহমেদ শেহজাদের। তাদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন উসমান গণি, সালমান ইরশাদ ও আরফাত সানী। একাদশে তিন বিদেশি খেলাচ্ছে ঢাকা।
ফরচুন বরিশাল একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাইফ হাসান, চতুরঙ্গা ডি সিলভা, মেহেদী হাসান মিরাজ, এনামুল হক বিজয়,কামরুল ইসলাম রাব্বি, ফজলে রাব্বি মাহমুদ, ইফতেখার আহমেদ, করিম জানাত ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।
ঢাকা ডমিনেটর্স একাদশ
নাসির হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, আরিফুল হক, মোহাম্মদ ইমরান রনধাওয়া, জুবায়ের হোসেন লিখন, উসমান গণি, সালমান ইরশাদ, আরফাত সানী তাসকিন আহমেদ ও মুক্তার আলী।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post