নিজস্ব প্রতিবেদক: তারকায় ভরপুর বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা প্রত্যাশী ঢাকা ডায়নামাইটস। এ দলেই শেষ মুহুর্তে যোগ দিয়ে ছিলেন সিলেটের পেসার আবু জায়েদ চৌধুরী রাহী। প্রথম ম্যাচে একাদশে সুযোগ পাননি। দলের দ্বিতীয় ম্যাচে একাদশে সুযোগ পেয়েই আস্থার প্রতিদান দিয়েছেন রাহী।
আজ শুক্রবার মিরপুর শের-ই বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী কিংসের মুখোমুখি হয় সাকিবদের ঢাকা ডায়নামাইটস। টস হেরে আগে ব্যাট করে সাকিবের দল সংগ্র করে ১৩৮ রান।
এই রান সহজেই টপকে যায় ঢাকার প্রতিপক্ষ রাজশাহী কিংস। এ দিন সাকিবদের ঢাকার বোলাররা ছিলেন অনেকটা অসহায়। প্রতিপক্ষ রাজশাহীর ৪টি উইকেট পড়েছে। এর মধ্যে তিনটিই মাত্র নিতে পেরেছেন সাকিবরা।
যেখানে সাকিব নিয়েছেন একটি, রাহী একটি ও শহীদ একটি করে উইকেট নিয়েছেন। দলের অন্য বোলাররা ব্যর্থ হয়েছেন। ঢাকার দলপতি সাকিব ৬ জন বোলার ব্যবহার করেছেন। এরই মধ্যে মাত্র তিন জনই পেয়েছেন উইকেট। যার মধ্যে রাহী একজন।
সিলেটের রাহীর শিকার হয়েছেন রাজশাহী কিংসের তৃতীয় সর্বোচ্চ স্কোরার ২৭ রান করা উমর আকমল। তাকে সাকিবের হাত বন্দী করেন রাহী। রাহী ২ ওভার বল করে ১৪ রান দিয়েছেন।
সাকিব ৪ ওভার বল করে ১৮ রানে ১টি, মোহাম্মদ শহীদ ৩.১ ওভার বল করে ২৮ রানে ১টি উইকেট নিয়েছেন। অন্য বোলাররা রান খরচ করলেও উইকেট শিকার করতে পারেননি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০