স্পোর্টস ডেস্কঃ ভিডিও বার্তা নিয়ে আসছেন বাংলাদেশের বিশ্বকাপ দলে না থাকা তামিম ইকবাল। বুধবার সকাল ১১ঃ২৫ মিনিটে নিজের ব্যক্তিগত ফেসবুক পোস্টে এমনটি জানিয়েছেন তিনি। এদিকে গত রাতে অভিজ্ঞ তামিমকে ছাড়াই বিশ্বকাপ দল ঘোষণা করা হয়েছে। মূলত চোটের কারণেই তাঁকে দলে রাখা হয় নি বলে জানানো হয়েছে বিসিবি পক্ষ থেকে।
বুধবার সকালে নিজের ফেসবুকে তামিম লিখেন, ‘আজকে বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশে রওনা দেওয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েক দিনের ঘটে যাওয়া ব্যাপারে কিছু কথা বলবো। গত কয়েক দিন অনেক কথাই গণমাধ্যমগুলোতে এসেছে। আমি মনে করি বাংলাদেশ দলের এবং আমার ভক্ত-সমর্থক সবারই পরিষ্কার ভাবে সব কিছু জানার অধিকার রাখে’- তামিম ইকবাল।
এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের পর সংবাদ সম্মেলনে এসে তামিম জানিয়েছিলেন, তিনি এখনও অস্বস্তিবোধ করছেন। পিঠের চোট থেকে পুরোপুরি ফিট না হওয়ায় বিশ্বকাপ দল নির্বাচনে বিষয়টি মাথায় রাখতে বলেছিলেন বাংলাদেশের সাবেক এই ওয়ানডে অধিনায়ক।
তামিমের এমন কথায় তাকে বিশ্বকাপ দলে নিতে চাননি সাকিব আল হাসান ও চান্ডিকা হাথুরুসিংহে। শেষ পর্যন্ত অধিনায়ক ও প্রধান কোচের চাওয়াই প্রাধান্য পেয়েছে। বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দলে রাখা হয়নি তামিমকে। বিসিবি চাইলে অবশ্য দলের সাথে অভিজ্ঞ এই ওপেনারকে রাখতে পারতো!
বিশ্বকাপের দল ঘোষণার পর মিরপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তামিমের বাদ পড়া নিয়ে ব্যাখ্যাও দিয়েছেন তিনি। নান্নু বলেন, ‘আপনারা তো বিশ্বকাপের স্কোয়াড পেয়েছেন। তামিমের অনেকদিন ধরে ইনজুরি কনসার্ন। এটা নিয়ে লড়াই করছিল। প্রথম ম্যাচ খেলার পর অভিযোগ এসেছে চোট নিয়ে।’
নান্নু আরও বলেন, ‘ইনজুরি চিন্তা করে তামিমকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়নি। টিম ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। আলোচনা করে ঝুঁকি নেই। বিশ্বকাপ লম্বা টুর্নামেন্ট, এটা বিবেচনায় রাখা হয়েছে। সার্বিকভাবে সবার সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। সবাই মিলে এই সিদ্ধান্ত নিয়েছি। মেডিকেল থেকে না জেনে সিদ্ধান্ত নেইনি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post