নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের একটা শেষ বার্তা দিয়েছেন তামিম ইকবাল। জাতীয় দল থেকে অবসর নিয়েছেন। বিসিবি থেকে অবসরজনিত সংবর্ধনায় ছোট্ট বক্তব্যে তামিম ইকবাল সাকিবিয়ান-তামিমিয়ান-মাশরাফিয়ান বন্ধ করতে বলেছেন।
দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা ধরা হয় সাকিব, মাশরাফী, তামিম-মুশফিকদেরকে। তাদের প্রত্যেকেরই আছে আলাদা আলাদা সমর্থক গোষ্টী। সাকিবিয়ান-তামিমিয়ান-মাশরাফিয়ান নামে ভক্ত-সমর্থকদের একাধিক পেইজ, গ্রুপ আছে। বিদায়ী বার্তা তামিম ইকবাল এসব বন্ধ করে সবাইকে শুধুই বাংলাদেশ দলকে সমর্থন করতে বলেছেন।
মিরপুরের হোম অব ক্রিকেটে বিপিএলের ফাইনাল শেষে বিসিবি থেকে নেওয়া বিশেষ সম্মাননার সময় তামিম ইকবাল এসব কথা বলেন। বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক বলেন- ‘সাকিবিয়ান-তামিমিয়ান-মাশরাফিয়ান এসব বন্ধ করুন। আপনি আমার ভক্ত হতে পারেন, সাকিবের ভক্ত হতে পারেন কিংবা মাশরাফির ফ্যান হতে পারেন। কিন্তু দিনশেষে আপনি বাংলাদেশের ফ্যান। প্লিজ আলাদা আলাদা ভক্ত হওয়া বন্ধ করুন, আপনাদের প্রতি এটিই আমার শেষ ম্যাসেজ।’
শুক্রবার মিরপুরের হোম অব ক্রিকেটে জমজমাট ফাইনালের মধ্য দিয়ে পর্দা নেমেছে এবারের আলােচিত-সমালোচিত বিপিএলের। ফাইনালের মহারণে চিটাগাং কিংসকে তিন উইকেটের বড় ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএলের শিরোপা জিতেছে ফরচুন বরিশাল।
মিরপুরের হোম অব ক্রিকেটে আগে ব্যাট করা চিটাগাং কিংস পারভেজ হোসেন ইমন আর খাজা নাফার ব্যাটে ১৯৪ রানের বড় পূঁজি পেয়েছিলো। তবে তা শিরোপা জয়ের জন্য শেষ পর্যন্ত আর যথেষ্ট হয়নি। ফরচুন বরিশাল সাত উইকেট হারিয়ে জিতে গেছে ট্রফি। ট্রফি জয়ী অধিনায়ক পান বিদায়ী সংবর্ধনাও।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০