স্পোর্টস ডেস্কঃ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) এবারের আসরে নিজের তৃতীয় ম্যাচে জ্বলে উঠেছেন সাকিব আল হাসান। প্রথম দুই ম্যাচে গোল্ডেন ডাক মারলেও রোববার সকালে ব্যাট থেকে রান পেয়েছেন তিনি। ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ২৫ বলে করেছেন ৩৫ রান। পাশপাশি বল হাতেও ছিলেন উজ্জ্বল। ৪ ওভার বোলিং করে ৩ উইকেট নিয়েছেন বাঁহাতি এই স্পিনার। হয়েছেন ম্যাচসেরাও।
সাকিবের এই অলরাউন্ড নৈপুণ্যে দল গায়ান জিতেছে ৩৭ রানে। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রান করেছে গায়ানা। প্রভিডেন্স স্টেডিয়ামে সর্বোচ্চ ৬০ রানের ইনিংস খেলেছেন গুরবাজ। ৪২ বলের ইনিংসে ছয়টি ছক্কা হাঁকান তিনি। চার নম্বরে নামা সাকিব চারটি চার ও এক ছয়ের মারে করেন ৩৫ রান।
শেষদিকে ওডিন স্মিথের ৭ বলে ৩ ছক্কায় ২২ ও শিমরন হেটমায়ারের ১৪ বলে ৫ চারে ২৩ রানের সুবাদে বড় সংগ্রহ পায় গায়ানা। জবাবে ইনিংসের শেষ ওভারে অলআউট হওয়া ত্রিনবাগো করতে পেরেছে ১৩৬ রান। দশ ম্যাচে তিন জয়ে ৭ পয়েন্ট নিয়ে আসর শেষ করলো ত্রিনবাগো। দারুণ জয়ে প্লে-অফ নিশ্চিত করেছে গায়ানা।
সাকিব বোলিংয়েও ছিলেন দুর্দান্ত। ৪ ওভার বোলিং করে ২০ রান খরচায় নিয়েছেন তিন উইকেট। সাকিব প্রথমে টিম সেইফার্টকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন। এরপর নিজের তৃতীয় ও চতুর্থ ওভারে তুলে নেন আন্দ্রে রাসেল এবং সুনীল নারিনকে। এ ছাড়া জুনিয়র সিনক্লেয়ার এবং ইমরান তাহির পেয়েছেন দুটি করে উইকেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০